উচ্চ মাধ্যমিকে প্রথম কলা বিভাগের পড়ুয়া, ফলে কলকাতাকে টেক্কা দিল জেলা

এবছর উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন জলপাইগুড়ি জেলা স্কুলের গ্রন্থন সেনগুপ্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের নিরিখে ৯৯.২ শতাংশ। স্মরণাতীত কালে এই প্রথম কলা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিকে প্রথম হলেন কোনও পরীক্ষার্থী। 

Updated By: Jun 8, 2018, 12:23 PM IST
উচ্চ মাধ্যমিকে প্রথম কলা বিভাগের পড়ুয়া, ফলে কলকাতাকে টেক্কা দিল জেলা

নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০১৮-র ফল। এবছর ৫৮ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আর মাধ্যমিকের পরে এবার উচ্চ মাধ্যমিকেও কলকাতাকে পিছনে ফেলে তাক লাগিয়ে দিল জেলার পড়ুয়ারা। সবাইকে চমকে দিয়ে এবার উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন কলা বিভাগের এক পরীক্ষার্থী। এবার প্রথম হয়েছেন জলপাইগুড়ি জেলা স্কুলের পড়ুয়া গ্রন্থন সেনগুপ্ত। 

শুক্রবার সকাল ঠিক ১০টায় সাংবাদিক বৈঠকে ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন মহুয়া দাস। জানান, এবছর উচ্চ মাধ্য়মিকে পাশের হার ৮৩.৭৫ শতাংশ। পাশ করেছেন ৬,৬৩ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী। পূর্ব মেদিনীপুর ও কালিম্পং জেলায় পাশের হার ৫০ শতাংশের বেশি। ১৮টি জেলায় ছাত্রীদের পাশের হার ছাত্রদের থেকে বেশি। 

এবছর উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন জলপাইগুড়ি জেলা স্কুলের গ্রন্থন সেনগুপ্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের নিরিখে ৯৯.২ শতাংশ। স্মরণাতীত কালে এই প্রথম কলা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিকে প্রথম হলেন কোনও পরীক্ষার্থী। 

কী করে অনলাইনে জানবেন ফল, ক্লিক করুন এখানে

দ্বিতীয় হয়েছেন তমলুক হ্যামিলটন হাই স্কুলের ঋত্বিক কুমার সাউ। বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছেন ঋত্বিক। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬ শতাংশ)

তৃতীয় হয়েছেন দু'জন। এর মধ্যে রয়েছেন বর্ধমান মিউনিসিপল হাইস্কুলের ছাত্র তিমির বরণ দাস ও রামকৃষ্ণ বিদ্যাভবনের ছাত্র শাশ্বত রায়। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯০। 

মেয়েদের মধ্যে যৌথভাবে প্রথম হয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের অভ্রদীপ্তা ঘোষ ও রানিবাঁধ হাইস্কুলের অনিমা গড়াই। 

সংসদের তরফে জানানো হয়েছে, এবার রিভিউর আবেদন জানানো যাবে অনলাইনেই। সেজন্য পয়সাও মেটানো যাবে ডিজিটাল পদ্ধতিতে। ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে সংসদের ওয়েবসাইটে জানানো যাবে রিভিউর আবেদন। রিভিউর ফল জানানো হবে ১ মাসের মধ্যে। 

.