Jalpaiguri: ভারী বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি; ঘরে জল, বন্ধ খাওয়া-দাওয়া
রাতভর ভারী বৃষ্টি, একাধিক নদীতে জলস্তর বেড়েছে। পাহাড়ে বৃষ্টির কারণে ইতিমধ্যেই জলঢাকা এবং তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: রাতভর ভারী বৃষ্টি, একাধিক নদীতে জলস্তর বেড়েছে। পাহাড়ে বৃষ্টির কারণে ইতিমধ্যেই জলঢাকা এবং তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়েছে।
রাতভর বৃষ্টিতে গয়েরকাটা হিন্দুপাড়া এলাকায় ৩০-৩৫টি পরিবার সঙ্কটে পড়েছে। তাঁদের বসবাসের এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ঘরে জল ঢুকে যাওয়ায় জেগে রাত কাটাতে হয়েছে অনেককেই। উনুন এবং জ্বালানি ভিজে যাওয়ায় খাওয়া-দাওয়াও বন্ধ। বিপাকে শতাধিক মানুষ।
যদিও প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও আশ্বাস আসেনি বলেই জানা গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন তাঁরা। প্রায় প্রতি বছরের বর্ষা ঋতুতেই। ভোট আসে ভোট যায়, সমস্যার সমাধান হয় না।
তবে সাকোয়াঝোড়া ১ নম্বর পঞ্চায়েতের প্রধান বিনোদ ওঁরাও বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: Birbhum: প্রধানমন্ত্রীর নাম নিয়ে প্রতারণা, অ্যাকাউন্ট থেকে উধাও ৪ লক্ষ টাকা