Heavy Rain: দক্ষিণবঙ্গে দুর্যোগের ঘনঘটা! জেলায় জেলায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

চন্দ্রকোনায় বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু মহিলার

Updated By: Sep 29, 2021, 12:57 PM IST
Heavy Rain: দক্ষিণবঙ্গে দুর্যোগের ঘনঘটা! জেলায় জেলায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই (Weather Alert)। আর সেইমতো মঙ্গলবার রাত থেকেই নাগাড়ে বৃষ্টি (Rainfall) চলছে গোটা দক্ষিণবঙ্গে (South Bengal)। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে শক্তিশালী নিম্নচাপে। যার জেরে টানা বৃষ্টিতে (Heavy Rain) বুধবার জলমগ্ন জেলাগুলিও (Districts)। একইসঙ্গে সকাল থেকেই বইছে ঝোড়ো হাওয়া। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু এলাকাও। 

দক্ষিণ ২৪ পরগণার (South 24 Pargana) ক্যানিংয়ে রাতভর বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকয়েকটি মাটির বাড়ি। ক্ষতিগ্রস্ত পরিবারদের রাতে সরিয়ে স্থানীয় স্কুলবাড়িতে আনা হয়। সেখানেই খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়।  ক্যানিং পূর্ব, পশ্চিম, বাসন্তী, গোসাবা ঝড়খালি, ভাঙ্গড়ে রাতভর একটানা বৃষ্টিতে জল যন্ত্রণায় এলাকার মানুষ।

আরও পড়ুন: Weather Today: নিম্নচাপের শক্তিবৃদ্ধি, দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগ, অতিভারী বৃষ্টির সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া

টানা বৃষ্টিতে লাল সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুরে (West Medinipur)। রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন সবংয়ের বেশ কিছু এলাকা। 
বন্যার জল যন্ত্রণায় এখনো ভুগছে এলাকার মানুষ। তুলনামূলকভাবে আগের চেয়ে কিছুটা জল কমলেও রাতভর বৃষ্টির জেরে ফের জলমগ্ন সবং ব্লকের একাধিক এলাকা। 
ডুবে গিয়েছে বিঘার পর বিঘা জমি। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে চাষিরা।

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মাটির বাড়ির পাশ দিয়ে যাওয়ায় সময় সেই বাড়ির দেওয়াল ভেঙে পড়ে তাতে চাপা পড়ে মৃত্যু হল চন্দ্রকোনার এক মহিলার। মৃত মহিলার নাম প্রতিমা বাগ(৩৮),চন্দ্রকোনা ১ ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের করঞ্জি গ্রামের বাসিন্দা। ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়কের ধারে উল্টে পড়ে একটি বিশালাকার গাছ। এছাড়াও ঘাটাল ব্লকের দেওয়ানচক অঞ্চলের রঘুনাথপুর গ্রামে বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ে একটি বিশালাকার গাছ।

আরও পড়ুন: Heavy Rainfall: টানা বৃষ্টিতে আহিরীটোলায় ভাঙল বাড়ি, মৃত শিশু, আহত ৩

বুধবার সকাল থেকে বৃষ্টি বেড়েছে হাওড়ায়। শহরের বেশকিছু রাস্তায় জমেছে জল। বি গার্ডেনের কাছে আন্দুল রোডে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় ব্যাহত হয় যান চলাচল। এদিকে টানা বৃষ্টিতে নাজেহাল খড়গপুরবাসীও। রেলস্টেশনে ঢোকার মুখে থইথই করছে জল। জল জমেছে রেললাইনেও।  রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে আরামবাগ শহরের বেশ কয়েকটি এলাকা। এছাড়াও বৃষ্টির প্রভাবে জনজীবন বিপর্যস্ত কাটোয়া, মালবাজার, ঘাটাল, বর্ধমানসহ বিভিন্ন এলাকায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.