বেলুড়মঠ, জয়রামবাটিতে কুমারী পুজো দেখতে ভক্ত সমাগম

Updated By: Sep 28, 2017, 10:01 AM IST
বেলুড়মঠ, জয়রামবাটিতে কুমারী পুজো দেখতে ভক্ত সমাগম

নিজস্ব প্রতিবেদন: স্বামী বিবেকানন্দের হাত ধরে শুরু হওয়া রীতি মেনেই বেলুড়মঠে অনুষ্ঠিত হচ্ছে কুমারী পুজো। মহাষ্টমীর পুণ্যতিথিতে কুমারী পুজো অনুষ্ঠিত হচ্ছে জয়রামবাটিতেও। কুমারী রূপী দেবী চণ্ডীর পুজো দেখতে বেলুড়মঠ, জয়রামবাটিতে অগণিত ভক্ত সমাগম হয়েছে। বেলুড়মঠে রয়েছে ভোগের ব্যবস্থাও। একই সঙ্গে মহাষ্টমীর পুষ্পাঞ্জলির জন্য প্রস্তুতি নিচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়িও।  

শোভাবাজার রাজবাড়ি: 
এবছর শোভাবাজার রাজবাড়ি তাঁদের অনেক পুরনো নিয়ম ফিরিয়ে এনেছে। সোনালি সাজে সেজেছেন মা দুর্গা। তিন দশক পর ফিরল সেই পুরনো রীতি। রাজা নবকৃষ্ণের প্রচলিত রীতিই ফিরে আনা হয়েছে এবার, জানালেন সেবায়ত দেবরাজ মিত্র। ৮০ থেক ৯০ বছর পর বন্ধ থাকার পর এবছর আবার চালু হল নহবত। রাধাকান্ত দেবের আমল থেকে নহবত বসত শোভাবাজার রাজবাড়িতে।   

বালিগঞ্জ কালচারাল:
মহাষ্টমীর সকালে সাজো সাজো রব দক্ষিণ কলকাতার প্রখ্যাত পুজো বালিগঞ্জ কালচারালেও। অষ্টমীতে ফুলে সেজে উঠেছে দেবী দুর্গা। দুপুরে রয়েছে ভোগের ব্যবস্থাও। বালিগঞ্জ কালচারালের এবারের পুজোর থিম রামের অকাল বোধন। মণ্ডপ সজ্জা এক কথায় অনবদ্য। গোটা মণ্ডপই তৈরি হয়েছে মেটাল দিয়ে। এক ঝলক দেখলে দর্শকের মনে হতেই পারে, একটা প্রাচীন মন্দিরে চলে এসেছেন। রামের অকাল বোধনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে বালিগঞ্জ কালচারালের পুজো মণ্ডপে।    

.