Video: নির্জন পাহাড়ের কোলে রবীন্দ্র-সংগীত চর্চায় Gautam Deb

একুশের ভোটের আগে 'এ জীবন পুণ্য করো' শীর্ষক অ্যালবাম প্রকাশ করেন গৌতম দেব (Gautam Deb)। 

Updated By: Aug 25, 2021, 12:15 AM IST
Video: নির্জন পাহাড়ের কোলে রবীন্দ্র-সংগীত চর্চায় Gautam Deb

নিজস্ব প্রতিবেদন: রাজনীতিক হিসেবেই তাঁর পরিচিতি। তবে ভোটের আগে তাঁর আর এক পরিচয় এসেছে সাধারণ্যে। তিনি ভালো রবীন্দ্র সংগীত গান। মঙ্গলবার নিজের গান-চর্চার ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেন তৃণমূল নেতা গৌতম দেব (Gautam Deb)।  

ফেসবুকে যে ভিডিয়ো পোস্ট করেছেন গৌতম দেব, তাতে দেখা যাচ্ছে তিনি গাইছেন,'আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে...'। শিলিগুড়ির পুর প্রশাসক লিখেছেন,'রবীন্দ্র সংগীতের আমার শিক্ষাগুরু শ্রী অনিন্দ্য শংকর মজুমদার মহাশয়ের সান্নিধ্যে আজ আরেকবার। নির্জন পাহাড়ের কোলে গুরু শিষ্যের মেলবন্ধন।' (ভাষা ও বাক্যগঠন অসম্পাদিত)

একুশের ভোটের আগে 'এ জীবন পুণ্য করো' শীর্ষক অ্যালবাম প্রকাশ করেন গৌতম দেব। ওই অ্যালবামে রয়েছে গৌতম দেবের কণ্ঠে রবীন্দ্র সংগীত। সঙ্গে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) কবিতাপাঠ। 

আরও পড়ুন- ভোটের আগে অবমুক্ত গায়ক Goutam Deb-র রবীন্দ্র সংগীতের অ্যালবাম

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.