মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও ভাটপাড়া বাজারের চিত্রটা চমকে দেওয়ার মতো!
ভাটপাড়া বিধানসভা এলাকার অধিকাংশ গলি, রাস্তা সবই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কিন্তু বাজার দেখলে তা বোঝবার উপায় নেই।
নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের হটস্পটের তালিকায় উত্তর ২৪ পরগনা। লকডাউনে উত্তর ২৪ পরগনায় আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরও ভাটপাড়ার চিত্রটা বদলালো না। দেখে মনে হচ্ছে না লকডাউন চলছে। হয়তো এই শব্দটার আক্ষরিক অর্থই পরিস্কার নয় ভাটপাড়াবাসীর কাছে।
বাজারে উপচে পড়ছে ভিড়, বেশিরভাগের মুখে নেই মাস্ক। কার্যত গায়ের ওপর উঠেই বাজার করতে ব্যস্ত সকলে।
ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় পুলিশের নজরদারি আরও কড়াকড়ি করা হয়েছে। কিন্তু ভাটপাড়ার পরিস্থিতি সেই আগের মতোই।
কিছুদিন আগেই পুলিশ কমিশনার ভাটপাড়ার আট নম্বর ওয়ার্ডকে স্পেশাল অবজারভেশান এলাকা বলে চিহ্নিত করেছিলেন। প্রতিটি রাস্তাকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ভাটপাড়া বিধানসভা এলাকার অধিকাংশ গলি, রাস্তা সবই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কিন্তু বাজার দেখলে তা বোঝবার উপায় নেই।
টাটা মেডিক্যালে এক ব্যক্তির মৃত্যু, করোনা নাকি অন্য কারণ খতিয়ে দেখছে বিশেষজ্ঞ কমিটি
মাস্ক কেন পরেননি? উত্তরে কেউ বলছেন, 'ভুলে গেছি', কেউবা পকেট থেকে মাস্ক বার করে পরে নিচ্ছেন। স্বাস্থ্যবিধিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই বাজার করতে ব্যস্ত তাঁরা। পুলিস রাস্তার মোড়ে ছবি এঁকে সচেতনতামূলক প্রচার করেছে, কিন্তু তাতে যে কিছুই যায় আসে না ভাটপাড়াবাসীর, তার ফের প্রমাণ মিলল।
পুলিশ রাস্তার মোড়ে মোড়ে করোনার বিপদের এবং সচেতনতার ছবি একে বোঝাবার চেস্টা করলেও ভাটাপাড়া চিত্র যেন উলটো।