ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলেন যুবকরা, গুনতে হল চড়া মাশুল

বিদেশে চাকরির জন্য ভিসা করে দেবে বলে বেকার যুবকদের কাছ থেকে টাকা জমা নিত ওই ভুয়ো কম্পানি।

Updated By: Jun 24, 2018, 10:16 AM IST
ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলেন যুবকরা, গুনতে হল চড়া মাশুল

নিজস্ব প্রতিবেদন : বিদেশে চাকরির নামে লোক ঠকানোর অভিযোগ উঠল একটি বেসরকারি ট্যুর অ্যান্ড ট্রাভেলস কম্পানির বিরুদ্ধে। অভিযোগ, ভিসা বানিয়ে দেওয়ার জন্য পাসপোর্ট ও টাকা জমা নেন ওই কম্পানির কর্মীরা। কিন্তু তারপরই টাকা নিয়ে চম্পট দেয় তাঁরা। ঘটনাটি ঘটেছে আসানসোলে।

জানা গেছে, আসানসোল দক্ষিণ থানার ময়দাকল মোড়ে অবস্থিত অফিসটি। অভিযোগ, বিদেশে চাকরির জন্য ভিসা করে দেবে বলে বেকার যুবকদের কাছ থেকে টাকা জমা নিত ওই ভুয়ো কম্পানি। একইসঙ্গে তাঁদের পাসপোর্টও জমা নিয়ে নেওয়া হয়।  

কিন্তু, তারপর বেশকিছু দিন পেরিয়ে গেলেও ভিসা না পাওয়ায় সন্দেহ হয় ওই যুবকদের। পাশাপাশি, কয়েকজন ভিসা পেলেও দেখা যায়, সেই ভিসা জাল। এরপরই তাঁরা ওই ট্যুর অ্যান্ড ট্রাভেল কম্পানির অফিসে খোঁজ নিতে গিয়ে দেখেন, তালা ঝুলছে।

আরও পড়ুন, মোবাইল ফোন নিয়ে মায়ের সঙ্গে বচসা, আত্মঘাতী দ্বাদশ শ্রেণীর ছাত্রী

এই ঘটনায় আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত যুবকরা। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। তল্লাশি চালিয়ে ওই অফিস থেকে বেশকিছু নথিপত্র, পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে পুলিস। পাশাপাশি, সিল করে দেওয়া হয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস-এর অফিসটি। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

.