Howrah: এবার বন্যা বাগনানে! মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেল উদয়নারায়ণপুরের একাংশ...

Howrah Udaynarayanpur Flood: চারটি সাঁকো ভেঙে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হাওড়া দ্বীপাঞ্চল ভাটোরা। প্রথম দিকে নৌকোয় পারাপার করা হলেও দুপুরের পর থেকে প্রশাসনের নির্দেশে তা-ও বন্ধ।

Updated By: Aug 5, 2024, 12:45 PM IST
Howrah: এবার বন্যা বাগনানে! মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেল উদয়নারায়ণপুরের একাংশ...
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিভিসি'র জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় হাওড়া জেলার উদয়নারায়ণপুরেও বন্যার ভ্রুকুটি। রবিবার সকাল থেকেই দামোদরের জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছিল। অন্য দিকে, বন্যার আগাম সতর্কতা হিসেবে এদিন দুপুরে উদয়নারায়ণপুরে একটি প্রশাসনিক বৈঠকও হয়। বৈঠকে জেলাশাসক, মহকুমাশাসক, স্থানীয় বিধায়ক ছাড়াও বিভিন্ন বিভাগের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। রবিবারের এই বৈঠকে ব্লকের ত্রাণশিবিরগুলিকে প্রস্তুত রাখতে বলা হয়েছিল। পাশাপাশি পঞ্চায়েতগুলিকেও আগাম সমস্ত রকম ব্যবস্থা রাখতে বলা হয়েছিল। 

আরও পড়ুন: Bengal Weather Update: গভীর নিম্নচাপটি এখন কোথায়? আচমকা অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কাঁপছে বাংলা...

শুধু তাই নয়, প্রশাসনের পক্ষ থেকে নদী-তীরবর্তী এলাকায় মাইকিং করে মানুষজনকে সতর্ক করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেইমতো মাইকিং শুরুও হয়েছে। বলা হচ্ছে, মানুষ যেন অযথা আতঙ্কিত না হন বরং দ্রুত বিপজ্জনক স্থান ছেড়ে দেয়ার কথা বলা হচ্ছে। নিরাপদ স্থান অথবা ফ্লাড সেন্টারে চলে যেতে বলা হচ্ছে।

উলুবেড়িয়া জয়পুরের ঘোড়াবেড়িয়া চিতনান ও ভাটোরা 'ভাটোরা দ্বীপ অঞ্চল' নামে পরিচিত। এই দ্বীপাঞ্চলে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। এই দ্বীপাঞ্চল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ল বাঁশের ৪টি সাঁকো ভেঙে পড়ায়। এই মুহূর্তে মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে রয়েছে ভাটোরা। ডিভিসি জল ছাড়ায় জলের তোড়ে যে চারটে জায়গার বাঁশের সাঁকো ভেঙে পড়েছে সেগুলি হল, ভাটোরা গায়েন পাড়া, ভাটোরা পানশিউলি ঘাট, কুলিয়া ঘাট ও টাকি পাড়া। 

আরও পড়ুন: Heavy Rain: প্রায় সমস্ত বাঁধই ছাড়ছে জল! গোটা রাজ্যই কি চলে যাবে জলের তলায়?

ভাটোরা দ্বীপাঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে রবিবার দুপুর পর্যন্ত নৌকা চলাচলের মাধ্যমে মানুষজনকে পারাপার করানো হচ্ছিল। তবে রবিবার দুপুরের পর থেকে উচ্চ পর্যায়ে প্রশাসনের নির্দেশমতো নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে খুব প্রয়োজন ছাড়া কোনও নৌকাই চালানো যাবে না-- এই মর্মে নির্দেশ প্রশাসনের। চিকিৎসা এবং খুব জরুরি প্রয়োজনের ক্ষেত্রে স্পিডবোটের ব্যবস্থা করা হবে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.