Belgharia Murder: বেলঘড়িয়ায় দলের কর্মী খুনের ঘটনায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
সেই ঘটনায় অভিযোগ উঠেছিল কামারাহাটি পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রুপালী সরকারের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদন: দলের কর্মী খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। ব্যারাকপুর আদালতে ওই কাউন্সিলর আত্মসমর্পণ করলে তাঁকে গ্রেফতার করার নির্দেশ দিল আদালত।
২০২০ সালের মে মাসে বেলঘড়িয়ার উত্তর বাসুদেবপুর এলাকায় খুন হন তৃণমূল কর্মী সৌমেন দাস। করোনা পরিস্থিতিতে ত্রাণ বিলির সময় তাঁর উপরে হামলা করে দুষ্কৃতীরা। ওই হামলায় গুরুতর জখম হন সৌমেন। ১৯ মে তাঁর মৃত্যু হয়।
সেই ঘটনায় অভিযোগ উঠেছিল কামারাহাটি পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রুপালী সরকারের বিরুদ্ধে। শুক্রবার ব্যারাকপুর আদালতে আত্মসমর্পণ করেন রুপালী সরকার। তারপরই তাঁকে গ্রেফতার করে ৭ দিন পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক। এনিয়ে কামারহাটি পুরসভার তৃণমূল পুরপ্রধান গোপাল গোপাল সাহা বলেন, আইন আইনের পথেই চলবে। এনিয়ে কিছু বলার নেই।
আরও পড়ুন-Shantipur: অতিরিক্ত মদ্যপানের জের? কারখানায় মিলল শ্রমিকের নিথর দেহ