পিলারেই গলদ! ফরাক্কা সেতু বিপর্যয়ের কারণ খুঁজতে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল

মঙ্গলবার তিন সদস্যের একটি প্রতিনিধি দল ভেঙে পড়া ব্রিজের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। 

Updated By: Feb 18, 2020, 09:12 PM IST
পিলারেই গলদ! ফরাক্কা সেতু বিপর্যয়ের কারণ খুঁজতে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল

নিজস্ব প্রতিবেদন : ফরাক্কা ব্রিজ বিপর্যয়ের কারণ খুঁজতে তদন্তে নামল ফরেনসিক টিম। ব্রিজ ভেঙে পড়ার কারণ কী? প্রাথমিকভাবে তার কোনও যুতসই উত্তর দিতে পারেননি ফরেনসিক দলের প্রতিনিধিরা।  ব্রিজ ভাঙা নিয়ে রাজনৈতিক কাজিয়া চলছেই। এদিকে কেন্দ্রের ঠিকাদার সংস্থার বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন মৌসম বেনজির নূর। 

ভয়াবহ বিপর্যয়। গলদ কোথায়? কেন ঘটে গেল এত বড় দুর্ঘটনা? ফরাক্কার সেতু বিপর্যয়ের কারণ খুঁজতে তদন্ত শুরু করল রাজ্য ফরেনসিক টিম। মঙ্গলবার তিন সদস্যের একটি প্রতিনিধি দল ভেঙে পড়া ব্রিজের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু কেন ঘটে গেল এতবড় দুর্ঘটনা? পিলার বসানোর কাজ চলছিল ব্রিজে। পিলারেই গলদ থাকতে পারে। এমনই অনুমান করছে ফরেনসিক দল। 

মঙ্গলবার ভেঙে পড়া ব্রিজ দেখতে যান তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নূর। কেন্দ্রের বরাত পাওয়া ঠিকাদার সংস্থার বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। অভিযোগ করেন, কাটমানি খেয়ে থাকতে পারে কেউ। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তিনি।  

আরও পড়ুন, গ্রামের ছেলে তাপস পাল রাজনীতির নোংরামোর শিকার, স্মৃতিচারণায় বিজেপি মন্ত্রী বাবুল  

আরও পড়ুন, 'ফিরে এসে শুটিং শুরু করব', শেষ ফোনে চন্দননগরের বাল্যবন্ধুকে বলেছিলেন তাপস

আরও পড়ুন, 'দাদার কীর্তি' করে টাকা পাননি, কাগজে মুখ ঢেকে লোকাল ট্রেনে যাতায়াত করতেন নায়ক তাপস

সেতু ভেঙে পড়ার ঘটনায় জাতীয় সড়ক কর্তৃপক্ষও আলাদা করে তদন্ত শুরু করেছে। যে ঠিকাদার সংস্থার কর্মীরা ব্রিজের কাজ করছিল তাদের ইঞ্জিনিয়ারদের ডেকে পাঠিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সমস্ত তথ্য সংগ্রহ কারর পরই আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তারা।

.