সম্পত্তি না পেয়ে বাবাকে পিটিয়ে খুন করল ছেলে-বৌমা
এমনকী বাবাকে মারধরের কারণে কিছুদিন আগে গ্রেফতারও হয়েছিলেন আখতার নামে ওই ব্যক্তি।
নিজস্ব প্রতিবেদন: সম্পত্তি লিখে দিচ্ছিল না বাবা, রাগে তাঁকে পিটিয়েই মেরে ফেললেন ছেলে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার কল্যাণপুরে। স্থানীয় সূত্রে খবর, এর আগেও একাধিকবার সম্পত্তি চেয়ে বাবার ওপর চড়াও হয়েছিলেন অভিযুক্ত আখতার আলি লস্কর। এমনকি বাবাকে মারধরের কারণে কিছুদিন আগে গ্রেফতারও হয়েছিলেন আখতার নামে ওই ব্যক্তি।
পুলিস সূত্রে খবর, সোমবার জেল থেকেই ফিরেছিলেন আখতার। ফের সম্পত্তি চেয়ে বচসা বাঁধে তাঁর বাবা ইসা আলি লস্করের সঙ্গে। এরপর স্বামী-স্ত্রীর বেধড়ক মারে অচৈতন্য হয়ে যান ইসা আলি লস্কর। অচৈতন্য অবস্থায় সে দিন রাতেই তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: ডিজিটাল ইন্ডিয়ার নামে ভুয়ো ওয়েবসাইট, কোটি টাকা হাতিয়ে বনগাঁ থেকে গ্রেফতার অভিযুক্ত
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিস। কল্যাণপুর থেকে গ্রেফতার করা হয় মৃতের ছেলে ও বৌমাকে। তাঁদের পুলিসি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বারুইপুর থানার পুলিস। অন্যদিকে ইসা আলি লস্করের দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।