পুড়শুড়া শ্রীরামপুরের সবহারা মানুষগুলি প্রাণ হাতে আশ্রয় নিয়েছেন বাঁধের উপর

Updated By: Jul 30, 2017, 09:55 PM IST
পুড়শুড়া শ্রীরামপুরের সবহারা মানুষগুলি প্রাণ হাতে আশ্রয় নিয়েছেন বাঁধের উপর

ওয়েব ডেস্ক: পেটে ভাত নেই। মাথার উপর ছাদ নেই। যার যেটুকু সম্বল ছিল , সব কেড়ে নিয়েছে দামোদর।  পুড়শুড়া শ্রীরামপুরের এই সব হারা মানুষগুলি প্রাণ হাতে আশ্রয় নিয়েছেন বাঁধের উপর। সেখানেই চলছে জীবনের যুদ্ধ। এভাবেই কাটছে দিন। মাথার উপর ছাদ নেই। পেটে ভাত নেই... এমনকি পরনের পোশাক, তাও গেছে... প্রকৃতির তাণ্ডব সব কেড়ে নিয়েছে।  ঘর বাড়ি, চাষের জমি সব এখনও  জলের তলায়।যে দামোদর সব কেড়েছে। তারই বাঁধেই এখন মিলেছে আশ্রয়। বাঁধের উঁচু রাস্তায় কোনও মতে ত্রিপল খাটিয়ে কাটছে দিন...।

আরও পড়ুন বানভাসি ঘাটালের পরিস্থিতি পরিদর্শন করলেন সাংসদ, অভিনেতা দেব

কমপক্ষে সত্তরটা পরিবার। হাড়ি চড়েনি কারোর ঘরেই... জুটছে না ত্রাণের চালও। হুগলির যুবর তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে এ প্রশ্নটাই তুললেন স্থানীয়রা। রীতিমতো তাঁকে ঘিরে ধরে চলল বিক্ষোভ। যুব নেতার সঙ্গে ছিল ত্রাণের বিস্কুট। বুবুক্ষু মানুষের হাতে পড়তে নিমেষে উধাও... এত গেল এক দিনের কথা... কিন্তু বাকি দিন গুলি কেমন করে কাটবে? কবে ফের ঘরে ফিরতে পারবেন তাঁরা...।

আরও পড়ুন বন্যার জল নেমে গেছে বাঁকুড়ায়, এবার শুরু হয়রানির নতুন অধ্যায়

.