কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকার মত্স্যজীবী

বাঘের থাবার মৃত্যু হয় বছর পঁয়তাল্লিশের কানাই ঘোষের । সোমবার সকালে কানাই ঘোষের দেহ উদ্ধার করেন অন্যান্য মত্স্যজীবীরা।

Updated By: Dec 3, 2018, 06:55 PM IST
কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকার মত্স্যজীবী

 নিজস্ব প্রতিবেদন:  মাছ ও কাঁকড়া ধরে দিন চালাত ঘোষ পরিবারের বাবা ও দুই ছেলে।  রবিবার সকালেও সেই কারণেই বেরিয়েছিলেন। কিন্তু আর ফিরলেন না। বাঘের থাবার মৃত্যু হয় বছর পঁয়তাল্লিশের কানাই ঘোষের । সোমবার সকালে কানাই ঘোষের দেহ উদ্ধার করেন অন্যান্য মত্স্যজীবীরা। ঘটনাটি ঘটেছে  দক্ষিণ ২৪ পরগণার মইপিট কোস্টাল থানায়। মৃত কানাই ঘোষের বাড়ি মধ্য গুড়গুড়িয়া আদিবাসী পাড়ায়।

আরও পড়ুন: ১৫ দিন পর গুলিতে বিদ্ধ তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের বাবার লড়াই শেষ

কানাই ঘোষের স্ত্রী কয়েক বছর আগে মারা যায়। ছেলেদের নিয়ে তাঁর সংসার ছিল। প্রায় সময় দুই ছেলেকে সঙ্গে নিয়ে নদীতে মাছ ও কাঁকড়া ধরতে যেতেন কানাই।  রবিবার  ছেলেদের রেখে পাড়ার কয়েকজনের সঙ্গে নদীতে মাছ ধরতে যান।

আরও পড়ুন: আমার ধর্ম নিয়ে ভেবো না, কাজটা দেখো: কলকাতার মেয়র হয়েই আত্মবিশ্বাসী ফিরহাদ

মাছ ধরার সময় আচমকা পিছন থেকে বাঘ এসে কানাইয়ের ঘাড়ে থাবা বসায়। ভয়ে পালিয়ে যায় অন্যরা। সকালে আবার তাঁরা জঙ্গলে যান কানাইকে খোঁজার জন্য।  জঙ্গলের মধ্যে কানাইয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

.