হলদিয়া পেট্রোকেমিক্যালসে বিধ্বংসী আগুন, ঝলসে গেলেন ১৩ কর্মী

আহত ১৩ জনকে আরজিকর ও মোবিনপুর মেডিকেয়ারে নিয়ে আসা হয়েছে।৫-৬ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।  

Updated By: Sep 20, 2019, 04:43 PM IST
হলদিয়া পেট্রোকেমিক্যালসে বিধ্বংসী আগুন, ঝলসে গেলেন ১৩ কর্মী

নিজস্ব প্রতিবেদন: হলদিয়া পেট্রো কেমিক্যালের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। কাজের সময় অগ্নিকাণ্ডের জেরে পাঁচ-ছ’জন শ্রমিক গুরুতর জখম হয়েছেন।এখনও ওই ইউনিটে বেশ কয়েকজন শ্রমিক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।  আহত ১৩ জনকে আরজিকর ও মোবিনপুর মেডিকেয়ারে নিয়ে আসা হয়েছে।৫-৬ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

 

জানা গিয়েছে, শুক্রবার বেলা ১১টা নাগাদ আগুন লাগে হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা ইউনিটে। প্রথমে তিনটি ইঞ্জিন, পরে আরও সাতটি ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে। সেই সময় কর্মরত ৬ শ্রমিক মারাত্মকভাবে আগুনে ঝলসে যান।

মোহন ভাগবতের পায়ে হাত দিয়ে প্রণাম, আরএসএস প্রধানকে উষ্ণ অভ্যর্থনা উস্তাদ রশিদ খাঁয়ের

অগ্নিদগ্ধ ৬ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। দিল্লি থেকে ঘটনার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। আহতদের গ্রিন করিডর করে কলকাতায় আনা হয়। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

.