২৬ নভেম্বর দেশজুড়ে ধর্মঘটে সামিল হচ্ছে ১৬ বাম দল
শনিবার এক বিবৃতিতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, ধর্মঘটের পক্ষে প্রচার শুরু হবে ৩ নভেম্বর। চলবে ৬ নভেম্বর প্রর্যন্ত।
নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের জনস্বার্থ নীতির বিরুদ্ধে দেশের ১০ শ্রমিক সংগঠন ও ফেডারেশনের ডাকে ২৬ নভেম্বর ধর্মঘট হচ্ছে দেশজুড়ে। সেই ধর্মঘটে সামিল হচ্ছে রাজ্যের বামপন্থী কৃষক ও খেতমজুররাও।
রাজ্যের ১৬টি বামপন্থী ও সহযোগী দল, কৃষক ও খেতমজুর সংগঠনগুলি ওই ধর্মঘটে সামিল হচ্ছে। সর্বভারতীয় দাবির সঙ্গে গ্রাম বাংলার দাবি যুক্ত করে ওই ধর্মঘটে সামিল হবে বামেরা। এমনটাই জানিয়েছেন বিমান বসু।
আরও পড়ুন-রেল, রান্নার গ্যাস থেকে ব্যাঙ্ক- ১ নভেম্বর থেকে বদলাচ্ছে মধ্যবিত্তের জীবনযাত্রা, টান পকেটেও
শনিবার এক বিবৃতিতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, ধর্মঘটের পক্ষে প্রচার শুরু হবে ৩ নভেম্বর। চলবে ৬ নভেম্বর প্রর্যন্ত। ৩ নভেম্বর একটি মিছিল হবে পার্ক সার্কাসের লেডি ব্রাবোর্ন কলেজের সামনে থেকে। শেষ হবে ধর্মতলায় লেনিন মূর্তির সামনে।
আরও পড়ুন-একুশের আগে সংগঠনে জোর BJP-র, নভেম্বরের শুরুতেই রাজ্যে শাহ
আগামী ১৮-২১ নভেম্বর স্থানীয় দাবি নিয়ে ওয়ার্ড ও ব্লকে ব্লকে বিক্ষোভ দেখাবেন বাম সমর্থকরা। ২৩ ও ২৪ নভেম্বর জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ হবে। ২৫ নভেম্বর এলাকায় এলাকায় মিছিল করবে বামেরা।