ব্যবসা গ্রহরত্নের; গাড়িতে মানবাধিকার কমিশনের বোর্ড, পুলিসের জালে ৩ জালিয়াত

তিনজনই গ্রহরত্নের ব্যবসার সঙ্গে যুক্ত। তিনজনেরই বাড়ি মুর্শিদাবাদে

Updated By: Jul 30, 2021, 10:13 PM IST
ব্যবসা গ্রহরত্নের; গাড়িতে মানবাধিকার কমিশনের বোর্ড, পুলিসের জালে ৩ জালিয়াত

নিজস্ব প্রতিবেদন: ভুয়ো সিবিআই আধিকারিক, ভুয়ো আইএএসের পর এবার ভুয়ো মানবাধিকার কমিশনের আধিকারিক। নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়তেই বেরিয়ে এল আসল তথ্য। চলে এল পুলিস।

আরও পড়ুন-মুর্শিদাবাদে বিধায়ক VS বিধায়ক!  Humayun Kabir-কে শোকজ তৃণমূলের

শুক্রবার একটি গাড়ি-সহ ৩ ব্যক্তিকে আটক করল কালনা থানার পুলিস। আটক করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন ও সামাজিক ন্যায় ব্যুরোর জাতীয় সম্পাদকের বোর্ড লাগানো একটি গাড়ি। আজ কালনার লক্ষ্মীগঞ্জ পাড়ায় একটি হোটেল থেকে ওই ৩ জনকে আটক করা হয়।

এদিন লক্ষ্মীগঞ্জ পাড়ার ওই হোটেলে এসে থামে গাড়িটি। হোটেলে খেতে ঢোকেন ওই ৩ জন। কথা বলার সময় নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েন ওই তিনজন। তখনই সন্দেহ হল আসেপাশের লোকজনের।

আরও পড়ুন'গ্রিনসিটি, খেলসিটি তৈরি করবে HIDCO',  চেয়ারম্যান পদে বসে ঘোষণা Firhad-র

জানা যাচ্ছে, তিনজনই গ্রহরত্নের ব্যবসার সঙ্গে যুক্ত। তিনজনেরই বাড়ি মুর্শিদাবাদে। তার কীভাবে এরকম সরকারি বোর্ড লাগানো গাড়ি ব্যবহার করতে পারে তা নিয়েই চাঞ্চল্য ছড়ায় হোটেলে। খবর দেওয়া হয় পুলিসে। তিনজনকেই আটক করে কালনা থানার পুলিস। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.