বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের নামে ওষুধ বিক্রির ছক, জালে ভুয়ো ডাক্তার

বনগাঁ থানা এলাকার মাধবপুর তিন নম্বর বিভূতিভূষণ ঘাটে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে একটি সংস্থা ।

Updated By: Jan 4, 2019, 11:55 AM IST
বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের নামে ওষুধ বিক্রির ছক, জালে ভুয়ো ডাক্তার

নিজস্ব প্রতিবেদন:  চক্ষু প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। চোখ পরীক্ষা করাতে গিয়েছিলেন অনেকেই। কিন্তু চিকিত্সকের কথাবার্তা আর ভাবগতি দেখেই সন্দেহ হয়েছিল গ্রামবাসীদের। একের পর এক প্রশ্ন করাতেই ঘাবড়িয়ে যান চিকিত্সক। তখনই কেল্লাফতে! বেরিয়ে পড়ে আসল রহস্য। ফের জালে ভুয়ো চিকিত্সক।

আরও পড়ুন: বালিগঞ্জ পার্কে অভিজাত ব্যবসায়ী পরিবারে ভাসুরকে দিয়ে স্ত্রীকে ‘ধর্ষণ’ স্বামীর!

বনগাঁ থানা এলাকার মাধবপুর তিন নম্বর বিভূতিভূষণ ঘাটে বিনা পয়সায়  চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে একটি সংস্থা । স্থানীয়  বাসিন্দারা চোখে দেখাতে যান চিকিত্সকের কাছে। সন্দেহ হলে পুলিসকে ফোন করেন তাঁরা। আসলে বিনামূল্যে  চক্ষু পরীক্ষা  শিবিরের নামে  চশমা ও চোখের ওষুধ বিক্রির ব্যবসা করত ওই সংস্থা।

আরও পড়ুন: স্বামীর সঙ্গে বান্ধবীর প্রেম, বিচ্ছেদ, আর্থিক অনটন-গড়ফায় ৩ জনের আত্মহত্যার চেষ্টায় নয়া তথ্য

ওই ‘চিকিত্সক’এর কাছে কোনও নথিপত্রও ছিল না। ওষুধ বিক্রির  মাধ্যমে টাকা আয়ের লক্ষ্যেই এই ফাঁদ পেতেছিল জে এন শ্রীবাস্তব নামে ওই ব্যক্তি। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, প্রত্যেকেরই বাড়ি গাইঘাটার ঠাকুরনগর এলাকায়।

.