গোডাউনের ভিতরেই চলত নকল সিমেন্ট তৈরির কারবার
পুলিশের ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালায় রায়নার বাঁকুড়া মোড়ের একটি গোডাউনে।
নিজস্ব প্রতিবেদন: গোডাউনের ভিতর কিছু যে একটা গোলমাল চলছে, তা আঁচ করতে পেরেছিলেন স্থানীয়রা। পুলিসও গিয়ে দেখল সন্দেহ সত্যি! পূর্ববর্ধমানের রায়নায় একটি গোডাউনে নকল সিমেন্টের হদিশ পেল পুলিস।
পুলিশের ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালায় রায়নার বাঁকুড়া মোড়ের একটি গোডাউনে। গোপনসূত্রে খবর পেয়ে, বুধবার পুলিশ বাহিনী গোডাউনে ঢোকে। ওই গোডাউনেই দীর্ঘদিন ধরে চলছিল বেআইনি কারবার।
বিভিন্ন কোম্পানির রিজেক্ট সিমেন্ট কিনে গোডাউনের ভিতরে নতুন প্যাকেট ও লেভেলজাত করা হত। ঘটনায় পুলিশ দুই চক্রীকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, ধৃত দু’জন হলেন রবীন্দ্রনাথ বৈরাগ্য ও তারাপদ বৈরাগ্য।
আরও পড়ুন: দিঘার সমুদ্রে ভূতুড়ে জিনিস! আতঙ্কিত মত্স্যজীবী, পর্যটক, প্রশাসন
মালিক রবীন্দ্রনাথ বৈরাগ্যের বাড়ি বর্ধমানের বিবেকানন্দ কলেজমোড় এলাকায়। ধৃত অন্যজন ম্যানেজার তারাপদ বৈরাগ্যের বাড়ি মঙ্গলকোটের আনগ্রামে। মোট ১৫৫৪ প্যাকেট নকল সিমেন্ট উদ্ধার হয়েছে। পাশাপাশি গঙ্গামাটি সহ বেশ কিছু উপকরণও পুলিশ বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া সমস্ত জিনিসই পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।