'বারুদের স্তূপ' বাঁকুড়া? লরির ভিতর উদ্ধার বস্তা বস্তা বিস্ফোরক!

তেলেঙ্গানা থেকে আসছিল লরিটি। ভিনরাজ্যে থেকে কেন এত বিপুল পরিমাণ বিস্ফোরক আনা হচ্ছিল জানতে চালককে জিজ্ঞাসবাদ করা হচ্ছে।

Updated By: Mar 17, 2019, 11:09 AM IST
'বারুদের স্তূপ' বাঁকুড়া? লরির ভিতর উদ্ধার বস্তা বস্তা বিস্ফোরক!

নিজস্ব প্রতিবেদন : ফের বাঁকুড়ায় উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। আটক করা হল বিস্ফোরকবোঝাই একটি লরি। গ্রেফতার করা হয়েছে লরি চালককে।

লরিটিকে থানায় নিয়ে এলে তার ভিতর থেকে ৬৬ প্যাকেট ডিটোনেটার, ২৫০ প্যাকেট জিলেটিন স্টিক ও ২২৯ ব্যাগ আমোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়। লরি চালককে জেরা করে পুলিস জানতে পেরেছে, তেলেঙ্গানা থেকে এরাজ্যে আসে লরিটি। গন্তব্য ছিল বীরভূম। পথে বাঁকুড়ার বেলিয়াতোড়ের কাছে লরিটি আটক করে পুলিস।

শনিবার বিকালে বিশেষ সূত্রে খবর পেয়ে বেলিয়াতোড়ের কাছে তল্লাশি অভিযান চালায় সিআইডি ও পুলিস। তখনই বেলিয়াতোড়ের একটি হোটেলের সামনে থেকে লরিটিকে আটক করা হয়। ভিন রাজ্য থেকে কেন এত বিপুল পরিমাণ বিস্ফোরক এরাজ্যে আনা হচ্ছিল? জানতে চালককে জিজ্ঞাসবাদ করছে পুলিস।

(উদ্ধার হওয়া বস্তা বস্তা বিস্ফোরক)

উল্লেখ্য, এই নিয়ে চলতি সপ্তাহে তিন বার বাঁকুড়া থেকে উদ্ধার হল বিপুল বিস্ফোরক। প্রসঙ্গত গত বৃহস্পতিবারই শালতোড়ার পাবড়ায় একটি গুদাম থেকে ১৩৩ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট, ১০৬ প্যাকেট ডিটোনেটর ও প্রায় সাড়ে ৬ হাজার জিলেটিন স্টিক উদ্ধার করা হয়। এরপর শুক্রবার রাতে ইন্দপুরের বগা গ্রাম থেকে উদ্ধার হয় অ্যামোনিয়াম নাইট্রেট, ডিটোনেটর।

আরও পড়ুন, বাঁশঝাড়ে 'লুকানো' বোমা! খেলতে গিয়ে মৃত্যু শিশুর

রাতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় জেলা প্রশাসন। আর তাতেই উদ্ধার হয় ৮০০ ডিটোনেটর, ২০০টি পাওয়ার জেল। এছাড়াও মিলেছে প্রায় এক কুইন্টাল অ্যামোনিয়াম নাইট্রেট। বার বার এভাবে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে জেলা প্রশাসনের কপালে।

.