আচমকা কেঁপে উঠল গোটা উত্তরবঙ্গ, আতঙ্কে বাইরে বেরিয়ে এলেন মানুষজন
অসমের কোনও কোনও অঞ্চলেও কম্পন অনুভূত হয় বলে খবর
নিজস্ব প্রতিবেদন: ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ।
সন্ধে ৮টা ৫০ নাগাদ কেঁপে ওঠে শিলিগুড়ি, জলপাইগুড়ি কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গ। অসমের কোনও কোনও অঞ্চল বিহারেও কম্পন অনুভূত হয় বলে খবর পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন-হিম্মত থাকে তো আদালতে মামলা করুন, Mamata-র সারদা-অভিযোগে পাল্টা Locket-র
Earthquake of magnitude 5.4 on the Richter scale occurred near Sikkim-Nepal border at 2049 hours: National Center for Seismology pic.twitter.com/FxT8RfV43r
— ANI (@ANI) April 5, 2021
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির(NCS) দেওয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে সিকিম-নেপাল (Sikim)সীমান্তে। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪।
আরও পড়ুন-ভয়ঙ্কর আকার নিচ্ছে Covid সংক্রমণ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে Modi
শিলিগুড়ি, কোচবিহার ছাড়াও কম্পন অনুভব করা যায় দুই দিনাজপুর ও মালদহ(Maldah) থেকেও। রায়গঞ্জ থেকেও কম্পনের খবর আসছে। শিলিগুড়িতে মানুষজনের বক্তব্য ৫-৬ সেকেন্ড মাটি কাঁপতে থাকে। কোচবিহারের মানুষজন আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে এসে উলধ্বনি দিতে থাকেন।
Had telephone conversation @MamataOfficial to enquire her well being as 6.1 Earthquake Tremors Felt In North Bengal. Hon’ble CM is at Siliguri presently. Relieved to learn all well at her end.
The epicentre of the earthquake was 25 km east-southeast (ESE) of Gangtok, Sikkim.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 5, 2021
এদিকে, ভূমিকম্পের খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাজ্যপাল। তিনি কেমন আছেন সে ব্যাপারে খোঁজ খবর নেন। এক টুইট করে রাজ্যপাল লিখেছেন, উত্তরবঙ্গে ভূমিকম্প হয়েছে শুনে মুখ্যমন্ত্রীকে ফোন করলাম। ওঁর সঙ্গে কথা বলে নিশ্চিন্ত হলাম।