West Bengal Election 2021: হিম্মত থাকে তো আদালতে মামলা করুন, Mamata-র সারদা-অভিযোগে পাল্টা Locket-র
ও তো সারদাদের গলার লকেট, চুঁচুড়ায় অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) বিরুদ্ধে সারদা-রোজভ্যালি চিটফান্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা মমতাকে চ্যালেঞ্জ ছুড়লেন লকেট। তাঁর কথায়,'হিম্মত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করুন।'
ভিডিয়োবার্তায় লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেন,'চুঁচুড়ায় এসে মমতা যেভাবে আমাকে আর বাবুলকে অপমানজনক কথা বলেছেন। লোকসভার কথা মনে পড়েছিল। ওঁর উদ্দেশ্য কিছু একটা বলে ভোট কমাতে হবে। হিম্মত থাকে তো প্রমাণ করুন, আদালতে মামলা করুন। পায়ের তলার মাটি সরে যাচ্ছে, হুগলিতে একটাও আসন পাবে না।'
কী বলেছিলেন মমতা?
এ দিন চুঁচুড়ার জনসভায় তৃণমূল নেত্রী (TMC Supremo) মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) বলেন,'আমাদের দলকে সারদা-নারদা বলে! আর সারদা-নারদার কোলের বাচ্চা এরা। বাবুল সুপ্রিয় বলেছিল, সারদা রোজভ্যালির প্রথম রোজ। আর লকেটকে নিয়ে নতুন করে কী বলব! ও তো সারদাদের গলার লকেট। লকেট হয়ে ঘুরে বেড়ায়। সরি রোজভ্যালি। এদের বিরুদ্ধে একটা কেস হয় না। কিচ্ছু হবেও না।'