চলন্ত ট্রেন থেকে খুলে গেল ইঞ্জিন, তারপর...

আপ পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিনটা খুলে আলাদা হয়ে যায়।  কামরা থেকে ইঞ্জিন খুলে বেশ কিছুটা দূরে চলে যায়। 

Updated By: Mar 25, 2019, 10:19 AM IST
চলন্ত ট্রেন থেকে খুলে গেল ইঞ্জিন, তারপর...

নিজস্ব প্রতিবেদন:  চলন্ত ট্রেনের ইঞ্জিন খুলে বিপত্তি মালদহে। সোমবার সকালে আপ পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন খুলে যায়।

 

সোমবার সকালে মালদার সামসি ও মিলনগড়ের মাঝে দুর্ঘটনাটি ঘটে। আচমকাই জোড়ে ঝাঁকুনি লাগে। যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়।  আপ পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিনটা খুলে আলাদা হয়ে যায়।  কামরা থেকে ইঞ্জিন খুলে বেশ কিছুটা দূরে চলে যায়। 

শ্লীলতাহানিতে অভিযুক্ত ২ তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারের দাবি, জগদ্দলে রেল অবরোধ অর্জুন অনুগামীদের
সঙ্গে সঙ্গেই রেলচালক সতর্ক হয়ে যান। রেলচালকের তত্পরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তা তদন্ত করে দেখা হচ্ছে। 

দার্জিলিংয়ে বিজেপির প্রার্থীকে ঘিরে অসন্তোষ তুঙ্গে, ক্ষোভে পদত্যাগ মোর্চা নেতার

.