অবশেষে জঙ্গলে ফিরল হাতির দল, স্বস্তিতে বনকর্মী থেকে এলাকাবাসী

হাতির দলটির উপর আগাগোড়া নজর রেখেছিল বন দফতর।

Updated By: Jul 4, 2021, 12:50 PM IST
অবশেষে জঙ্গলে ফিরল হাতির দল, স্বস্তিতে বনকর্মী থেকে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদন: যত্রতত্র ঘুরে বেড়াচ্ছিল হাতির দল। অবশেষে জঙ্গলে ফিরল তারা। স্বস্তিতে লোকালয়।

গত কয়েক দিন যাবত হাতির একটি দল মালবাজার (Malbazar) মহকুমার ক্রান্তি ব্লক এলাকায় ঘোরাফেরা করছিল। শাবক-সহ হাতির দলটিকে এলাকায় কখনও ভোরবেলায় দেখা যাচ্ছিল, আবার কখনও বিকেলে দেখা যাচ্ছিল।

আরও পড়ুন: 'টি-বোর্ড তৈরি করব', পাহাড়েও কেলেঙ্কারিতে অভিযুক্ত দেবাঞ্জন

রবিবারও সকালে যথারীতি দেখা গেল হাতির ওই দলটিকে। এদিন ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি ফরেস্ট এলাকার পাশে দেখা গেল দলটিকে। কাঠামবাড়ি এলাকায় ক্যানেল ব্রিজ পার হয়ে হাতির দলটিকে কাঠামবাড়ি জঙ্গলে ঢুকে যেতে দেখা গেল। 

সম্ভবত খাবারের খোঁজে জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে এসেছিল দলটি। এদিন সকালে ফের হাতির দল জঙ্গলে ঢুকে যাওয়ায় বনকর্মীরা ও এলাকাবাসী স্বস্তিতে। গত কয়েকদিন ধরেই হাতির দলটির উপর নজরও রেখেছিল বন দফতর (Forest Department)

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: সোনারপুরে ভষ্মীভূত বিধায়কের অনুষ্ঠান মঞ্চ, অন্তর্ঘাতের অভিযোগ তৃণমূলের

.