নির্বিঘ্নে সড়ক পেরল হাতির দল

আবার জাতীয় সড়ক পার করে চা বাগানের মধ্যে দিয়ে তারঘেরা জঙ্গলে ঢুকল হাতির দল

Updated By: Oct 27, 2020, 02:25 PM IST
নির্বিঘ্নে সড়ক পেরল হাতির দল

নিজস্ব প্রতিবেদন: জাতীয় সড়কে চোখে পড়ল একদল হাতি। 

আজ, মঙ্গলবার ভোরে মালবাজার মহকুমায় ঢুকে পড়ল একদল হাতি। ডামডিমের চাকলা বস্তি এলাকা হয়ে হাতির দলটি ৩১ নম্বর জাতীয় সড়ক পার করে চা-বাগানের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। ভোর থেকে হাতি তাড়াতে স্থানীয় মানুষজনও জাতীয় সড়কে চলে আসেন। যদিও হাতির দল কারও কোনও ক্ষতি না করে নিজের মতো সড়ক পার করে চলে যায়। তবে হাতির জন্য গাড়ি চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকে।

জানা গিয়েছে, রাতে খাবারের সন্ধানে ভুট্টাবাড়ি জঙ্গল থেকে বেরিয়েছিল হাতির ওই দলটি। ভোরের দিকে দলটি ডামডিমের কাছে ৩১ নম্বর সড়ক পার হয়ে জঙ্গলে ফেরে। তারা কোথাও কোনও ক্ষয়ক্ষতি করেনি।

আরও পড়ুন: উৎসব যেন উৎ'শব', করোনায় প্রাণ গেল রাজ্যের আরও ৫ চিকিৎসকের

.