দাঁতালের হামলা বাংলার দুই প্রান্তেই, দলে দলে লোকালয়ে ঢুকে এল হাতি

পুরুলিয়ার আড়ষা থানার কেন্দ্রী গ্রামের কাছে জঙ্গল থেকে লোকালয়ে ১৩টি হাতির একটি দল। ঘুরে ফিরে বেড়াচ্ছে গ্রাম লাগোয়া জঙ্গলেই। হাতি দেখতে ভিড় জমে যায় এদিন। 

Updated By: Dec 7, 2019, 07:45 PM IST
দাঁতালের হামলা বাংলার দুই প্রান্তেই, দলে দলে লোকালয়ে ঢুকে এল হাতি
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: কোথাও হাতির হামলা। কোথাও আবার দাঁতালের দল চলে এল লোকালয়ে। শনিবার বাংলার দুই প্রান্তে দলে দলে দেখা দিয়ে গেল গজরাজ। সাতসকালে ছানা পোনা নিয়ে গ্রামে ঢোকে হাতির দল। 

শনিবার সকালে রাজগঞ্জের বোদাগঞ্জ এলাকায় ঢুকে পড়ে চোদ্দটি হাতি। গ্রামের রাস্তায় তারা নিজেদের মত করে হেঁটে বেড়াতেই দেখা গেল তাঁদের। প্রথমটা বেশ ভাল লাগছিল। কিন্তু হাতির দলকে বেশিক্ষণ গ্রামে ঘোরাঘুরি করতে দেননি এলাকার বাসিন্দারা। তাঁরাই তাড়া দিয়ে জঙ্গলে ফিরিয়ে দেন।

পুরুলিয়ার আড়ষা থানার কেন্দ্রী গ্রামের কাছে জঙ্গল থেকে লোকালয়ে ১৩টি হাতির একটি দল। ঘুরে ফিরে বেড়াচ্ছে গ্রাম লাগোয়া জঙ্গলেই। হাতি দেখতে ভিড় জমে যায় এদিন। 

আরও পড়ুন:  কালনায় শুটআউট, খুন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান ইনসান মল্লিক

হাতির উপদ্রবে অতিষ্ট মালবাজার মহকুমার লিসরিভার এবং সোনালি চাবাগান এলাকায়। গত চার দিনে ৭টি ঘর এবং দুটি দোকান ভেঙ্গেছে হাতির দল। আর এতেই আতঙ্ক ছড়িয়েছে। সন্ধ্যা নামতেই তারঘেরা জঙ্গল থেকে হাতির দল খাবারের খোঁজে চলে আসছে এই দুই চাবাগান এলাকায়। গ্রামে তাই রাত জেগে টহল দিচ্ছে গ্রামবাসী এবং বনকর্মীরা। 

.