কালনায় শুটআউট, খুন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান ইনসান মল্লিক

যদিও তৃণমূলের দাবি, খুনের পিছনে রয়েছে বিরোধীরা। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 

Updated By: Dec 7, 2019, 05:50 PM IST
কালনায় শুটআউট, খুন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান ইনসান মল্লিক

নিজস্ব প্রতিবেদন:  কালনায় শুটআউট ঘিরে চাঞ্চল্য। দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিক। নিহতের স্ত্রীর দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন করা হয়েছে তাঁকে। যদিও তৃণমূলের দাবি, খুনের পিছনে রয়েছে বিরোধীরা। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 

মাস কয়েক আগে একই কায়দায় হামলা চলে ইনসান মল্লিকের ওপর। সেবার অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। কিন্তু এবার আর শেষরক্ষা হল না। শুক্রবার সন্ধ্যায় পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে ইনসান মল্লিককে ঘিরে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলছেন স্থানীয় মানুষ।

আরও পড়ুন: আয়কর দফতরের হাত থেকে রেহাই, কেটে নেওয়া টাকা ফেরত পেলেন স্বাধীনতা সংগ্রামীর স্ত্রী

জনপ্রিয় সংগঠক ইনসান মল্লিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খুনের পিছনে দলেরই একাংশ জড়িত বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রীর। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস। 

.