হাতির তাণ্ডবে একই রাতে তছনছ মালবাজারের দুই এলাকা
৬টি হাতির ওই দল লণ্ডভণ্ড করে শ্রমিকদের ধানখেত, নষ্ট করে জমির সমস্ত ফসল।
নিজস্ব প্রতিবেদন: ফের হাতির তাণ্ডবে তোলপাড় মালবাজার। একই রাতে মালবাজারের দুই জায়গা তছনচ করল হাতির দল। জানা গিয়েছে, শুক্রবার রাত ৩টে নাগাদ একটি দাঁতাল হাতি ঢুকে পড়ে মেটেলি ব্লকের দক্ষিন ধুপঝোড়া এলাকায়। একটি দোকান ও ঘর ভেঙে মজুত চাল-ডাল ও অন্যান্য জিনিস খেয়ে নেয় হাতিটি। এরপর তাকে তাড়াতে গ্রামবাসী এলে তাঁদের পাল্টা আক্রমণে উদ্ধত হয় হাতিটি। শেষে পালিয়ে বাঁচেন গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে খবর, গ্রামজুড়ে তাণ্ডব চালানোর পর ভোরের দিকে জঙ্গলে ফিরে যায় হাতিটি। খবর পেয়ে সকালে গ্রামে আসে বন দপ্তরের কর্মীরা। ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: ট্রেনে ঘুমিয়ে পড়েছিলেন যুবক, নৈহাটির বদলে কাঁকিনাড়ায় নামতেই পরিণতি হল মর্মান্তিক
ওই একই রাতেই আরও একদল দাঁতালের তাণ্ডবের শিকার হয় নাগ্রাকাটা ব্লকের গ্রাসমোড় চা বাগানের সাঁওতাল লাইন নামে একটি শ্রমিক মহল্লা। এদিন রাতে গভীর রাতে দুটি বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি ৬টি হাতির ওই দল লণ্ডভণ্ড করে শ্রমিকদের ধানখেত, নষ্ট করে জমির সমস্ত ফসল। জানা গিয়েছে, ডায়না জঙ্গল থেকে দলছুট হয়ে এদিকে এসেছিল হাতিগুলো। সারারাত তাণ্ডব চালিয়ে ভোরে জঙ্গলে ফিরে যায় হাতিগুলো। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে এলাকায়।