বিহার মডেলে ভোট বাংলায়, আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ নির্বাচন কমিশনের

ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন ও তাঁর টিম দুদিনের জন্য বাংলায় সফরে এসেছেন।

Updated By: Dec 17, 2020, 06:17 PM IST
বিহার মডেলে ভোট বাংলায়, আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিবেদন- বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বছর শেষ হতে আর দেরি নেই। অর্থাত্, নির্বাচনেরও সময় এসে গিয়েছে। তবে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যে রাজনৈতিক হানাহানির ঘটনা বাড়ছে। এমনকী বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের হামলার ঘটনা নিয়ে কেন্দ্র উদ্বেগ প্রকাশ করেছে। এবার রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন ও তাঁর টিম দুদিনের জন্য বাংলায় সফরে এসেছেন। জেলা ম্যাজিস্ট্রেট, এসপি, আইপিএস অফিসার, সরকারি আমলাদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসবেন তিনি।

বাংলার ৭৮ হাজার পোলিং স্টেশনে নিরাপদে নির্বাচন করার জন্য যাবতীয় ব্যবস্থা নিতে চায় কমিশন। জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে বিহার মডেল মেনে বাংলায় নির্বাচন হবে। পুলিস-প্রশাসনকে বেশ কিছু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেগুলি হল-

আরও পড়ুন-  পাণ্ডবেশ্বরে অফিসে ভাঙচুর, Suvendu-র পর এবার তৃণমূল ছাড়লেন Jitendra Tiwari

প্রতিটি জেলার যাবতীয় ঘটনা এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এখন থেকেই নির্বাচন কমিশনকে অবগত করতে হবে জেলাশাসক ও এসপি-দের। 

ভোটার তালিকায় কোনওরকম সমস্যা যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

জেলায় জেলায় আইন শৃঙ্খলার ওপর কড়া নজরদারি চালাতে হবে।

কোনো রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারে যেন কোনও অসুবিধা না হয়, সেটা গুরুত্ব দিয়ে দেখতে হবে।

বিহারের নির্বাচন কমিশনার ভিডিও কনফারেন্সে ছিলেন এদিন। তাঁর অভিঞ্জতা কাজে লাগানো হবে।

.