পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিক্যালের মনোরোগ বিভাগের প্রধান, আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অব্যাহত জুনিয়র ডাক্তারদের অবস্থান।
নিজস্ব প্রতিবেদন : প্রশাসনিক অসহযোগিতা। এই পরিস্থিতিতে চিকিত্সা করা সম্ভব নয়। এই কারণ দেখিয়ে পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের প্রধান ডক্টর নির্মল বেরা ও মনোরোগ বিভাগের সহকারি অধ্যাপক ডক্টর উত্তম মজুমদার।
অন্যদিকে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অব্যাহত জুনিয়র ডাক্তারদের অবস্থান। বন্ধ রয়েছে জরুরি বিভাগ ও ওপিডি। তবে হাসপাতালের ভিতরে জরুরি পরিষেবা চালু রয়েছে। প্রসঙ্গত, গতকাল রাতে অবস্থান তুলে নিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু তারপরই সিনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বদল হয় সিদ্ধান্তের।
আরও পড়ুন, রোগীমৃত্যুতে এবার এম আর বাঙুরে জুনিয়র ডাক্তারদের উপর চড়াও রোগীর আত্মীয়রা
অভিযোগ ওঠে তৃণমূলের প্রতিনিধিদল চাপ দিয়ে তাঁদের আন্দোলন তোলার চেষ্টা করছে। তারপরই স্থির হয়, ফের কর্মবিরতির পথে হাঁটবেন ডাক্তাররা। এদিকে টানা কর্মবিরতির জেরে ভোগান্তির শিকার হচ্ছে রোগী ও রোগীর পরিবার।