আলুর দামে রাশ টানতে জেলায় জেলায় অভিযান, হিমঘর থেকে বাজার ঘুরলেন প্রশাসনের আধিকারিকরা
মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও পুলিস সুপার পাঁশকুড়ায় হিমঘর পরিদর্শনে যান। ভিতরে আলু মজুতকরণ ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা। সঙ্গে ছিলেন তমলুকের মহকুমা শাসক এবং এসডিপিও। পরিদর্শন শেষে হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসনিক কর্তাদের বৈঠক হয়।
নিজস্ব প্রতিবেদন: দাম নিয়ন্ত্রণে একাধিক জেলায় অভিযান করল পুলিস-প্রশাসনের আধিকারিকরা। মুনাফাবাজি ছেড়ে আলুর খুচরো দাম ২৫ টাকায় নামিয়ে আনা হোক। ব্যবসায়ীদের কাছে অনুনয় প্রশাসনের। কিন্তু কাজ হয়নি। বেশিরভাগ জেলাতেই উর্ধ্বমুখী আলুর দাম। কোথাও ৩৫ তো কোথাও ৩২ টাকা কেজি। পুলিশ-প্রশাসনের সন্দেহ, হিমঘর থেকে আলু বেনামে বের করে অন্যত্র পাচার করা হচ্ছে।
আরও পড়ুন: নিজেরাই কমিটি গড়ে রিপোর্ট দিক, বেসরকারি স্কুলগুলোকে নির্দেশ হাইকোর্টের
মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও পুলিস সুপার পাঁশকুড়ায় হিমঘর পরিদর্শনে যান। ভিতরে আলু মজুতকরণ ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা। সঙ্গে ছিলেন তমলুকের মহকুমা শাসক এবং এসডিপিও। পরিদর্শন শেষে হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসনিক কর্তাদের বৈঠক হয়।
আলুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে বাঁকুড়ার বাজার ঘুরে দেখল টাস্ক ফোর্স। মঙ্গলবার সকালে কৃষি বিপণন দফতরের আধিকারিক পুলিসকে সঙ্গে নিয়ে শহরের একাধিক বাজার পরিদর্শন করেন। আলুর দাম না কমলে কড়া ব্যবস্থা। বারবার এই হুঁশিয়ারিতে কাজ না হওয়ার পর সরকার বাস্তবে কতটা কড়া হয় এখন সেটাই দেখার।