পুলিস কর্মীর সন্তানদের ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, পরিযায়ী শ্রমিক করে ছাড়বো : দিলীপ ঘোষ

এ দিন কার্যত হুঁশিয়ারি সুরে দিলীপ ঘোষ বলেন, "সব ডায়েরিতে লিখে রাখুন। আমিও লিখে রাখছি। কড়া-গন্ডায় হিসাবে নেবো। সুদ বাড়ছে। সে সব পুলিস নেতাদের চামচাগিরি করছে, পকেট ভরছে, আনন্দে আছে, এ আনন্দ বেশি দিন টিকবে না

Updated By: Sep 6, 2020, 08:37 PM IST
পুলিস কর্মীর সন্তানদের ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, পরিযায়ী শ্রমিক করে ছাড়বো : দিলীপ ঘোষ
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: ক্ষমতায় এলে বৌ-বাচ্চার মুখ দেখতে দেবো না। পুলিসকে কড়া ভাষায় হুশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। রবিবার খড়দহে এক চা-চক্রে অংশগ্রহণ করে তৃণমূলকে কার্যত তুলোধনা করলেন দিলীপ ঘোষ। শুধু তৃণমূলের নেতা-মন্ত্রীকে নয়, তাঁর নিশানায় ছিলেন রাজ্যের পুলিসকর্মীরাও।

এ দিন কার্যত হুঁশিয়ারি সুরে দিলীপ ঘোষ বলেন, "সব ডায়েরিতে লিখে রাখুন। আমিও লিখে রাখছি। কড়া-গন্ডায় হিসাবে নেবো। সুদ বাড়ছে। সে সব পুলিস নেতাদের চামচাগিরি করছে, পকেট ভরছে, আনন্দে আছে, এ আনন্দ বেশি দিন টিকবে না। ক্ষমতায় এলে বৌ-বাচ্চার মুখ দেখতে দেবো না।" তাঁর আরও হুঁশিয়ারি, এখানে গরিবের পয়সা খেয়ে ছেলেকে ২৫ লক্ষ টাকা খরচ করে বেঙ্গালুরুতে ভর্তি করেছেন, ওর পড়াশুনা শেষ হবে না। ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে না, তাকে পরিযায়ী শ্রমিক করে ছাড়বো। 

আরও পড়ুন- বুথকর্মীদের বিধানসভা ভোটের লিড বাড়ানোর দাওয়াই দিলেন অনুব্রত

দিলীপ ঘোষের এ ধরনের বিতর্কিত মন্তব্যে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় পাল্টা বলেন, দিলীপ ঘোষ পাগলের প্রলাপ বকছেন। আগামী বিধানসভা নির্বাচনে তার উত্তর পেয়ে যাবেন দিলীপ ঘোষ। অরূপের পাল্টা হুঁশিয়ারি,  যেভাবে তারা প্রলাপ বকছেন মানুষই তাদের পাগলা গারদে ঢুকিয়ে দেবে।

.