জয় শ্রী রাম বললে পশ্চিমবঙ্গে পেটানো হচ্ছে, জানেন না অর্মত্যবাবু, জবাব দিলীপের

দিলীপবাবুর দাবি, 'জয় শ্রী রাম বললে এখন পশ্চিমবঙ্গে পেটানো হয়। এখানে দুর্গাপুজো করতে সরকার অনুমতি দেয় না। জয় শ্রী রাম যাঁরা বলছেন তাঁরাই আসলে বাংলাকে চেনেন।'

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Jul 6, 2019, 02:18 PM IST
জয় শ্রী রাম বললে পশ্চিমবঙ্গে পেটানো হচ্ছে, জানেন না অর্মত্যবাবু, জবাব দিলীপের

নিজস্ব প্রতিবেদন: ফের একবার অমর্ত্য সেনের বক্তব্যের তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর পালটা দাবি, জয় শ্রী রাম যাঁরা বলছেন, তাঁরাই বাংলাকে চেনেন। 

শনিবার দিলীপবাবু বলেন, 'উনি যে বাংলাকে চিনতেন তা বদলে গিয়েছে। উনি বাংলাকে ভুল চিনতেন। এখানে পুরুষ - মহিলা নির্বিশেষে জয় শ্রী রাম স্লোগান দিচ্ছে।'

 

দিলীপবাবুর দাবি, 'জয় শ্রী রাম বললে এখন পশ্চিমবঙ্গে পেটানো হয়। এখানে দুর্গাপুজো করতে সরকার অনুমতি দেয় না। জয় শ্রী রাম যাঁরা বলছেন তাঁরাই আসলে বাংলাকে চেনেন।'

দিলীপ ঘোষের মন্তব্যকে পালটা সমালোচনা করেন মন্ত্রী পূর্ণেন্দু বসু। তিনি বলেন,'অমর্ত্য সেনের বক্তব্য ১০০ শতাংশ ঠিক। দিলীপবাবুদের রাজনীতি করতে গেলে অন্য স্লোগান ভাবতে হবে। অমর্ত্য সেন সাইকেলে চড়ে বাংলায় যতটা ঘুরেছেন দিলীপবাবুরা ততটা চিনে তার পর মন্তব্য করুন।'

শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে অমর্ত্য সেন বলেন, 'জয় শ্রী রাম বাঙালির স্লোগান নয়। বাঙালির পছন্দ দুর্গা। গণপিটুনি দেওয়ার জন্য জয় শ্রী রাম ব্যবহার করা হচ্ছে।'

.