মুখ্যমন্ত্রীর সভায় লোক পাঠাব আমরা: দিলীপ ঘোষ
"ক্ষমা চান, নতুন করে রাজনীতি শুরু করুক"।
নিজস্ব প্রতিবেদন: রবিবার মর্নিংওয়াক সারলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে আজ আর ইকোপার্কে নয়। সোজা পৌঁছে গিয়েছেন দীঘার সমুদ্রতটে। হেঁটে গেলেন সিহক গোলা থেকে মোহনা। কথা বললেন পর্যটকদের সঙ্গে। চা-চক্রও করলেন সিহক গোলাতে।
ঠান্ডা আমেজে, গরম চায়ে চুমুক দিতে দিতে, প্রত্যেক দিনের মতো রাজ্যের পরিস্থিতি নিয়ে চর্চা সেরে নিলেন তিনি।
From Misty Shankarpur (Purba Medinipur). pic.twitter.com/KVcmutLpp1
— Dilip Ghosh (@DilipGhoshBJP) December 6, 2020
এদিনের চর্চার শুরুতেই ছিল সুদীপ্ত সেন। তিনি বলেন,"যে চিঠি দিয়েছেন, সিবিআই তার সত্যতা যাচাই করবে দিল্লিতে। সবটাই সিবিআইএর হাতে। তাতে যদি কেউ দোষী হয়ে থাকেন তবে তার বিচার হবে"। মুখ্যমন্ত্রীর সভা প্রসঙ্গে বলেন, "লোকজন হবে না মুখ্যমন্ত্রীর সভায়। সেরকম হলে আমরা লোক পাঠিয়ে সহযোগিতা করতে পারি। সুশান্ত ঘোষ কোর্টের নির্দেশে ঘরে ফিরছেন। আগে যা হয়েছে, সেটা ভুলে লোকের কাছে পায়েশ্চিত্ত করুক। ক্ষমা চান, নতুন করে রাজনীতি শুরু করুন"।