তৃণমূল নেতাদের নাম লিখে রাখুন, টাকা ফেরত না দিলে গ্রামছাড়া করব, মেদিনীপুরে দিলীপ

সোমবার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়াতে এক দলীয় সভায় দিলীপবাবু বলেন, 'যে টিএমসি নেতারা আপনার নামে কেস করছে তাদের নাম লিখে রাখুন। টাকা ফেরত না দিলে গ্রামছাড়া করব। জমি বাড়ি বিক্রি করে টাকা আদায় করবো।'

Updated By: Sep 23, 2019, 07:11 PM IST
তৃণমূল নেতাদের নাম লিখে রাখুন, টাকা ফেরত না দিলে গ্রামছাড়া করব, মেদিনীপুরে দিলীপ

নিজস্ব প্রতিবেদন: তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে ফের একবার বেলাগাম রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ক্ষমতায় এলে কার্যত তৃণমূল নেতাদের গ্রামছাড়া করার হুমকি দিলেন তিনি। যাতে প্রশ্ন উঠছে, শাসক বদলালে ঘরছাড়া হওয়াই যদি ভবিতব্য হয় তবে বিজেপি কী বদলানোর কথা বলছে?

শাসকদল বদলালে গ্রামছাড়া হওয়াটাই এই রাজ্যের দস্তুর। বিশেষ করে হুগলি, বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুরের মতো জেলায় বাম জমানায় গ্রামছাড়া হতে হয়েছিল কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের। তৃণমূল ক্ষমতায় আসতে উলটে যায় ছবিটা। হাজার হাজার বাম সমর্থককে গ্রাম ছেড়ে আশ্রয় নিতে হয় শিবিরে। রাজ্যে এই রাজনৈতিক হানাহানি বন্ধের ডাক দিয়ে প্রচারে নেমেছিল বিজেপি। বিশেষ করে গত পঞ্চায়েত নির্বাচনে লাগাতার হিংসার পর রাজনৈতিক হানাহানিমুক্ত পশ্চিমবঙ্গ গঠনের ডাক দিয়েছিল তারা। কিন্তু বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই মরিয়া হয়ে উঠছে তারা। বদলে যাচ্ছে তাদের নেতৃত্বের গলার সুর। 

 

সোমবার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়াতে এক দলীয় সভায় দিলীপবাবু বলেন, 'যে টিএমসি নেতারা আপনার নামে কেস করছে তাদের নাম লিখে রাখুন। টাকা ফেরত না দিলে গ্রামছাড়া করব। জমি বাড়ি বিক্রি করে টাকা আদায় করবো।'

এর পর হুমকির সুরে মেদিনীপুরের সাংসদ বলেন, 'বাড়ির ভাত খেতে দেব না। বউ-ছেলের মুখ দেখতে দেব না। গুন্ডা-পান্ডা সব ঠান্ডা করে দেব।' 

ফের কলকাতায় আসছেন অমিত শাহ, এবার এক কথায় সভার অনুমতি দিল রাজ্য সরকার

এদিন সিপিএমকেও ছাড়েননি দিলীপবাবু। বলেন, 'সিপিএম লুপ্তপ্রায় প্রাণী হয়ে গেছে। টিএমসি এখন কোমর ভাঙা সাপ। এক জায়গায় ফোঁস ফোঁস করছে। এখন কোমর ভেঙেছি, আগামী বিধানসভা ভোটে বিষাক্ত ফোনা ভেঙে দেব।'

.