Child Recovered : হাসপাতাল চত্বর থেকে চুরি আড়াই বছরের শিশু, ৬ বছর পর উদ্ধার করল পুলিস

ওই নাবালকের পরিবার জানতে পারে হাসপাতাল থেকে চুরি হওয়ার পর তাদের শিশুসন্তান একাধিক হাত ফেরত হয়ে চড়াদামে বিক্রি হয়েছে। তাদের সন্তান হাওড়ার রয়েছে হাওড়ার সাঁকরাইলে

Updated By: Nov 1, 2022, 02:47 PM IST
Child Recovered : হাসপাতাল চত্বর থেকে চুরি আড়াই বছরের শিশু, ৬ বছর পর উদ্ধার করল পুলিস

নকিব উদ্দিন গাজী: আড়াই বছর আগে হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায় মাত্র আড়াই বছরের এক শিশু। টানা ৬ বছর পর তাকে খুঁজে বের করে ফেলল পুলিস। ডায়মন্ড হারবার পুলিসের এক অভিযানে ওই শিশু উদ্ধারের ঘটনায় গ্রেফতার কুতুউদ্দিন নামে এক ব্যক্তি। পুলিস সূত্রে খবর, ২০১৬ সালের ২৬ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানার শিমলা গ্রামের বাসিন্দা আসমুদা বেগম তার আড়াই বছরের ছেলেকে নিয়ে গিয়েছিলেন ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে। সেখান থেকেই নিখোঁজ হয়ে যায় ওই শিশুটি।

আরও পড়ুন-গুজরাটে সিএএ চালু হল; বাংলাতেও হবে বলে মন্তব্য শুভেন্দুর, বাজে কথা বলছে, পাল্টা সিপিএমের

কীভাবে নিখোঁজ? আসমুদা বেগমের দাবি, ওইদিন ছেলেকে নিয়ে হাসপাতালে দাঁড়িয়ে ছিলেন তিনি। তখন এক মহিলার কাছে ওই শিশুটিকে রেখে একটু অন্যদিকে যান তিনি। ফিরে এসে দেখেন ছেলে ও ওই মহিলা উধাও। শুরু হয়ে যায় খোঁজখবর। গোটা পরিবারের লোকজন এলাকা তন্নতন্ন করে খুঁজেও কোনও হদিস পাওয়া যায়নি। পরে ডায়মন্ডহারবার থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার পর থেকে ৬ বছর কেটে যাওয়ার পর ডায়মন্ডহারবার পুলিসের তত্পরতায় ওই শিশুটি উদ্ধার হল।

পুলিস সূত্রে খবর, ওই নাবালকের পরিবার জানতে পারে হাসপাতাল থেকে চুরি হওয়ার পর তাদের শিশুসন্তান একাধিক হাত ফেরত হয়ে চড়াদামে বিক্রি হয়েছে। তাদের সন্তান হাওড়ার রয়েছে হাওড়ার সাঁকরাইলে। এই খবর পরিবারের পক্ষ থেকে পুলিসকে জানালে সোমবার রাতে ডায়মন্ডহারবার পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার(জোনাল)পলাশ চন্দ্র ঢালির নেতৃত্বে হাওড়ায় অভিযান চালায়। চুরি হওয়া নাবালককে উদ্ধার করার পাশাপাশি শিশু পাচারচক্রের সাথে জড়িত কুতুবউদ্দিন নামের ১ ব্যক্তিকে আটক করে পুলিস। 

এদিকে, উদ্ধার হওয়া ওই নাবালককে এখনও পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। পরিবারের হাতে তুলে দেওয়ার আগে পুলিসের বেশকিছু প্রক্রিয়া  রয়েছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরিবারের হাতে তুলে দেওয়া হবে নাবালক সন্তানকে। এমনটাই পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এতদিন পর পাচার হওয়া শিশু সন্তানকে ফিরে পেয়ে আনন্দিত নাবালকের পরিবার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.