উত্তরপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, মিটতে পারে বৃষ্টির ঘাটতি
৪ তারিখ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এই নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে
নিজস্ব প্রতিবেদন: শ্রাবণেও বৃষ্টির আকাল দক্ষিণবঙ্গজুড়ে। উত্তরবঙ্গে প্রবল বর্ষণ হলেও বৃষ্টি অভাবে দক্ষিণবঙ্গের বহু জেলায় ধান চাষিরা এখনও আশঙ্কায়। এর মধ্যেই আশার কথা শোনাল আবহাওয়া দফতর।
আরও পড়ুন-জাতীয় মেডিক্যাল কমিশন বিলের প্রতিবাদে আজ দেশজুড়ে চিকিত্সকদের ধর্মঘট
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ৪ তারিখ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এই নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনও কোনও জেলায়।
আরও পড়ুন-CCD-র কর্ণধারের আত্মহত্যায় দায়ী মোদী সরকার, ফেসবুকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের
আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৪ অগাস্টের আগেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। তবে সেই বৃষ্টির পরিমাণ বেশি হবে না। যেতেতু ৪ তারিখে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে সেহেতু মত্সজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। যারা আগেই মাছ ধরতে গিয়েছেন তাদের ৩ অগাস্টের মধ্যে ফিরে আসতে অনুরোধ করা হচ্ছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ওড়িশা ও দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা থাকায় রাজ্যে মিটতে পারে বৃষ্টির খাটতি।