Dengue Death: বিয়ের বছর ঘুরতেই তরুণীর প্রাণ কাড়ল ডেঙ্গি, পুজোর মুখে বাড়ছে উদ্বেগ
Dengue In Bengal: রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬-১৭ জন। স্বাস্থ্যভবন সূত্রে খবর, শুরুর দিকে রাজ্যে দাপট দেখাচ্ছিল ডেঙ্গ-৩ ভ্যারিয়্যান্ট। এখন স্বাস্থ্যকর্তাদের চিন্তা বাড়িয়ে ধীরে ধীরে সংক্রমণের হার বাড়িয়েছে ডেঙ্গ-২-ও।
তথাগত চক্রবর্তী: রাজ্যে ফের ডেঙ্গিতে (Dengue) মৃত্যু। ডেঙ্গিতে এবার মৃত্যু হল ২৬ বছরের এক তরুণীর। সোনারপুরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ওই তরুণীর। দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর মজিলপুরের বাসিন্দা মৌমিতা ভট্টাচার্যর ডেঙ্গি ধরা পড়ে ২৪ সেপ্টেম্বর। তাঁকে সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পরিষেবা ও চিকিৎসা যথাযথ ছিল না বলে অভিযোগ পরিবারের। বছরখানেক আগেই বিয়ে হয়েছিল মৌমিতার। পুজোর আগে মৌমিতার হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার-পরিজনেরা।
প্রসঙ্গত, পুজোর আগে উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬-১৭ জন। স্বাস্থ্যভবন সূত্রে খবর, শুরুর দিকে রাজ্যে দাপট দেখাচ্ছিল ডেঙ্গ-৩ ভ্যারিয়্যান্ট। এখন স্বাস্থ্যকর্তাদের চিন্তা বাড়িয়ে ধীরে ধীরে সংক্রমণের হার বাড়িয়েছে ডেঙ্গ-২-ও। সাধারণভাবে ডেঙ্গির ৪ রকমের সেরোটাইপ বা প্রজাতির দাপট-ই ঘুরিয়ে ফিরিয়ে দেখা যায়। কোন সেরোটাইপয়ের দাপট বেশি, তার উপর নির্ভর করে রাজ্যের সার্বিক ডেঙ্গি চিত্র। ডেঙ্গ-৩-এর প্রভাবে সাধারণত প্লেটলেট কমে (Platelet Count) গিয়ে রোগীর বিপদ দেখা দিয়ে থাকে। অন্যদিকে, ডেঙ্গির ডেঙ্গ-২ প্রজাতি রোগীর একাধিক অঙ্গে হানা দিয়ে শক সিন্ড্রোম ডেকে আনে।
আচমকা এই ডেঙ্গির বাড়বাড়ন্ত কেন? উঠে আসছে বেশ কয়েকটি কারণ-
১) দেরিতে ডেঙ্গির পরীক্ষা।
২) অনেকেই জ্বরের পঞ্চম বা ষষ্ঠ দিনে পরীক্ষা করাচ্ছেন।
৩) ততদিনে জটিলতা আরও বেড়ে যায়।
৪) শরীরে তরলের অভাব দেখা দিচ্ছে।
৫) রক্তের উপাদানের ঘনত্ব বাড়তে শুরু করে।
৬) প্লেটলেট কমতে থাকে।
৭) রক্তনালী ফুটো হয়ে প্লাজমা বেরতে শুরু করে।
৮) শরীরের বিভিন্ন অংশে ফ্লুইড জমতে শুরু করে।
ডেঙ্গির প্রধান কয়েকটি উপসর্গ (Dengue Symptoms):
১) ডেঙ্গির জ্বরে গলায় ব্যথা, জ্বালা আর সঙ্গে সর্দির সমস্যা থাকতে পারে।
২) সাধারণ ভাইরাল ফিভারের মতো ডেঙ্গি হলেও গা-হাত-পায়ে মারাত্মক যন্ত্রণা করে সঙ্গে মাথা ব্যথাও হতে থাকে।
৩) ডেঙ্গির জ্বরে শরীরে ব্যথা-বেদনার সঙ্গে সঙ্গে অনেকের চোখেও মারাত্মক ব্যথা করতে পারে।
৪) ডেঙ্গির জ্বরে অনেকের গা-হাত-পায়ে মারাত্মক ব্যথা হতে থাকে। এই জন্যই ডেঙ্গি জ্বরের আর এক নাম ‘ব্রেক বোন ফিভার’।
৫) ডেঙ্গির জ্বরের আর একটি উপসর্গ হল মারাত্মক পেটে ব্যথা আর গা বমি বমি ভাব বা বমি হওয়া। এর সঙ্গে পেট খারাপও হতে পারে।
৬) ডেঙ্গির জ্বরে রক্তে অনুচক্রিকা বা প্লেটলেট কাউন্ট দ্রুত কমে যেতে শুরু করে।
৭) ডেঙ্গির জ্বরে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণ হতে পারে।
৮) ডেঙ্গি হলে সারা গায়ে, ত্বকের উপর লালচে র্যাশ দেখা দেয়।
৯) ডেঙ্গির জ্বরে নাক, মাড়ি বা প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ হতে পারে।
আরও পড়ুন, শহরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, কীভাবে বাঁচবেন এর হাত থেকে? চিকিৎসকের পরামর্শ...
সাধারণ ভাইরাল ফিভারের সঙ্গে ডেঙ্গি জ্বরের বিশেষ একটা ফারাক না থাকলেও, জ্বর ৪৮ ঘণ্টা পেরলেই কোনও ঝুঁকি না নিয়ে চিকিত্সকের কাছে যান। চিকিত্সকের পরামর্শ মেনে প্রয়োজনে রক্ত পরীক্ষা করিয়ে নিন। মনে রাখবেন, চিকিতসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাওয়া চলবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ মেনে প্লেটলেট কাউন্ট পরীক্ষা করিয়ে নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন।