বাগনানে রাস্তার পাশে মিলল তাড়া তাড়া বাতিল নোটের বান্ডিল

বান্ডিলগুলির মধ্যে বেশিরভাগই ছিল বাতিল ১০০০ টাকার নোট।

Updated By: Sep 23, 2019, 01:47 PM IST
বাগনানে রাস্তার পাশে মিলল তাড়া তাড়া বাতিল নোটের বান্ডিল

নিজস্ব প্রতিবেদন : রাস্তার ধারে পড়ে তাড়া তাড়া নোটের বান্ডিল। সবই বাতিল নোট। কোথা থেকে এল? কে ফেলে গেল? কেউ জানে না! থানার অদূরেই বাতিল নোটের বান্ডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বাগনানে।

জানা গিয়েছে, বাগনান থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে বেড়াবেড়িয়া। সেখানেই রাস্তার পাশে উদ্ধার হয় নোটের বান্ডিলগুলি। প্রায় কয়েক লাখ টাকা মূল্যের বাতিল নোট উদ্ধার হয়। উদ্ধার করেছে বাগনান থানার পুলিস। আজ সকালে রাস্তার পাশে এভাবে তাড়া তাড়া নোট পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

আরও পড়ুন, ভাইপোর বাড়িতে থাকছিল কাকিমা, খবর পেয়েই চড়াও কাকা, রক্তারক্তি কাণ্ড

এলাকাবাসী জানিয়েছে, বান্ডিলগুলির মধ্যে বেশিরভাগই ছিল বাতিল ১০০০ টাকার নোট। বেশকিছু পুরনো ১০০ টাকার নোটও রয়েছে। স্থানীয়রা কিছু নোট পুড়িয়ে দেওয়ার চেষ্টা বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিস। কীভাবে কোথা থেকে অতগুলো টাকা ওই এলাকায় এল? টাকার উৎস জানতে তদন্ত শুরু করেছে পুলিস।

.