জ্ঞান সিং সোহনপালের জীবনাবসান

Updated By: Aug 8, 2017, 06:44 PM IST
জ্ঞান সিং সোহনপালের জীবনাবসান

ওয়েব ডেস্ক: মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন মন্ত্রী জ্ঞান সিং সোহনপাল। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। আজ দুপুর ৩.৪০ মিনিট নাগাদ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুখ্যমন্ত্রীর উদ্যোগে গত ৩১ জুলাই রাতে তড়িঘড়ি তাঁকে SSKM-এ ভর্তি করা হয়। কিন্তু ক্রমশই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এদিন সকাল থেকেই তাঁর অবস্থা ক্রমশই খারপ হতে থাকে। অ্যানাস্থেশিওলজি বিভাগের প্রধান চিকিৎসক শঙ্করী সাঁতরার অধীনে ছিলেন প্রবীণ এই নেতা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ফুসফুসের সংক্রমণ ও হৃদরোগের সমস্যা ছিল।

তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কংগ্রেসের ৯ বারের বিধায়ক ছিলেন জ্ঞানসিংহ সোহনপাল। তাঁর মৃত্যুতে রাজ্য রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবনে ‘চাচা’ নামেই সমধিক পরিচিত ছিলেন তিনি।

 

.