চুঁচুড়া ITI কলেজে ছাত্রীকে শ্লীলতাহানি শিক্ষকের, গোপন ক্যামেরায় তোলা ছবি ২৪ ঘণ্টার হাতে
Updated By: Aug 8, 2017, 06:39 PM IST
ওয়েব ডেস্ক: কলেজে নিজের ঘরেই ছাত্রীকে শ্লীলতাহানি শিক্ষকের। গোপন ক্যামেরায় তোলা সেই ছবি ২৪ ঘণ্টার হাতে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই চুঁচুড়া ITI কলেজের এক ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করছিলেন শিক্ষক অমিয় কুমার। শিক্ষকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফেল করানোর হুমকির অভিযোগ। প্রিন্সিপালকে অভিযোগ জানালে শোকজ করা হয় ওই শিক্ষককে।
অভিযোগ তুলে নিতে ছাত্রছাত্রীদের ওপর চাপ দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। আজ বহিরাগতদের কলেজে ঢুকিয়ে ছাত্রছাত্রীদের ওপর চড়াও হন ওই শিক্ষক। নিরাপত্তারক্ষীর মাথার বন্দুক ঠেকিয়ে কলেজে তাণ্ডব চালানোর অভিযোগ। সব ছাত্রছাত্রীরা একসঙ্গে প্রতিবাদ গড়ে তোলেন। পুলিস পৌছতেই চম্পট দেন ওই শিক্ষক। অভিযুক্ত শিক্ষককে অপসারণের দাবি ছাত্রছাত্রীদের। এর আগেও কলেজের বেশ কয়েকজন ছাত্রীকে কুপ্রস্তাব দেন ওই শিক্ষক। রাজি না হওয়ায় ভয় দেখানোর অভিযোগ।