ভয়ঙ্কর কুসংস্কার : 'লক্ষীন্দর' নয়, করণদিঘির ভেলায় ভাসল 'বেহুলা'

নির্মম কুসংস্কারের থাবা। আরও একবার। এবার উত্তর দিনাজপুরে। সাপের কামড়ে মৃত রোগীকে ভেলা ভাসালেন পরিজনরা। আশা একটাই, যদি বেঁচে ওঠে। ঠিক যেমন স্বামীর প্রাণ বাঁচাতে লক্ষীন্দরকে নিয়ে ভেলায় ভেসেছিলেন বেহুলা। এখানে অবশ্য গল্পটা উল্টো।

Updated By: Jul 12, 2017, 11:41 PM IST
ভয়ঙ্কর কুসংস্কার : 'লক্ষীন্দর' নয়, করণদিঘির ভেলায় ভাসল 'বেহুলা'
প্রতীকী ছবি

ওয়েব ডেস্ক: নির্মম কুসংস্কারের থাবা। আরও একবার। এবার উত্তর দিনাজপুরে। সাপের কামড়ে মৃত রোগীকে ভেলা ভাসালেন পরিজনরা। আশা একটাই, যদি বেঁচে ওঠে। ঠিক যেমন স্বামীর প্রাণ বাঁচাতে লক্ষীন্দরকে নিয়ে ভেলায় ভেসেছিলেন বেহুলা। এখানে অবশ্য গল্পটা উল্টো।

আজ সকালে বিষাক্ত সাপের ছোবলে মারা যান উত্তর দিনাজপুর লাগোয়া দারিভিটার বাসিন্দা অনিতা মুর্মু। কিন্তু, সত্‍কার না করে মৃতদেহ নিয়ে উত্তর দিনাজপুরের করণদিঘিতে হাজির হন পরিজনরা। কলার ভেলায় অনিতার দেহ ভাসিয়ে দেওয়া হয় নাগর নদীতে। আশা একটাই, যদি ঘটে যায় অলৌকিক কোনও ঘটনা।  বিশ্বাস, কল্পনার কোনও রাজ্য থেকে বিষহীন হয়ে ফিরে আসবে অনিতার দেহ। (আরও পড়ুন- ষাঁড়ের গুণ্ডারাজে ঘুম ছুটেছে চুঁচুড়াবাসীর)

.