শিলিগুড়িতে রহস্য মৃত্যু বৃদ্ধর, রান্নাঘরের পেছন থেকে উদ্ধার দেহ

তিন ছেলে থাকা সত্বেও নিজের অন্ন সংস্থান নিজেই করতেন ওই বৃদ্ধ। সারাদিন মাঠের কৃষি কাজেই ব্য়স্ত থাকতেন ওই ব্যক্তি। 

Updated By: Nov 21, 2019, 06:29 PM IST
শিলিগুড়িতে রহস্য মৃত্যু বৃদ্ধর, রান্নাঘরের পেছন থেকে উদ্ধার দেহ

নিজস্ব প্রতিবেদন: ফের এক বৃদ্ধর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য় ছড়ালো। এবার ঘটনাস্থল শিলিগুড়ির চোপড়ামারি এলাকার সুদাম গ্রাম। বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধর বাড়ির পেছন থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধর নাম সম্যক লাল সিংহ, বয়স ৬৫।

এদিন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ফাঁসিদেওয়া থানার পুলিস, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রের খবর, বৃদ্ধ বড় ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন, ছোট ছেলে থাকেন পাশের গ্রামে। তিন ছেলে থাকা সত্বেও নিজের অন্ন সংস্থান নিজেই করতেন ওই বৃদ্ধ। সারাদিন মাঠের কৃষি কাজেই ব্য়স্ত থাকতেন তিনি। 

আরও পড়ুন: এখনই পাকাপাকিভাবে শীত নয় তবু শীতের আমেজ ক্রমশ জোরালো হচ্ছে

এ বিষয়ে পরিবারকে প্রশ্ন করা হলে কোনও সদুত্তরই মেলেনি। তাঁরা জানান, এ বিষয়ে কিছুই জানতেন না তাঁরা। স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধের পর থেকে আর কোনও খোঁজ মেলেনি ওই বৃদ্ধ। মৃত বৃদ্ধর ছোট ছেলের দাবি খুন করা হয়েছে তাঁর বাবাকে। যদিও খুন নাকি অন্য কোনও কারণ তা এখনও স্পষ্ট নয়। ঘটনার গোটা ঘটনার তদন্ত করছে পুলিস।

Tags:
.