Cyclone Asani: মাঝ সমুদ্রে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অশনি, স্থলভাগ থেকে এখন ঠিক কতটা দূরে? দেখুন অবস্থান

হাওয়া অফিস সূত্রে খবর, ক্রমশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে প্রবেশ করবে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani)। ওড়িশা উপকূল বরাবর সমান্তরাল ভাবে এটি সমুদ্রে এগোবে। 

Updated By: May 8, 2022, 03:59 PM IST
Cyclone Asani: মাঝ সমুদ্রে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অশনি, স্থলভাগ থেকে এখন ঠিক কতটা দূরে? দেখুন অবস্থান
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১২ ঘণ্টায় এই ঘূর্ণিঝড় পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে (Severe Cyclonic Storm) পরিণত হবে। 

মঙ্গলবার পর্যন্ত ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani) অন্ধ্র এবং ওড়িশা উপকূলের দিকে উত্তর-পশ্চিম অভিমুখে এগোবে। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছে, সেটি অভিমুখ পরিবর্তন করবে। এরপর উত্তর-পশ্চিম দিক ছেড়ে সেটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। হাওয়া অফিস সূত্রে খবর, ক্রমশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে প্রবেশ করবে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani)। ওড়িশা উপকূল বরাবর সমান্তরাল ভাবে এটি সমুদ্রে এগোবে। 

আবহাওয়া দফতরের তরফে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হলে অশনির (Cyclone Asani) গতি ৮ মে সর্বোচ্চ ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে। তবে তা বেড়ে ১১০ কিলোমিটারও হতে পারে। ৯ মে ঝড়ের গতিবেগ বেড়ে হতে পারে ১০৫-১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ওড়িশা, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গের জন্য। রাজ্য সরকার ইতিমধ্যেই বেশকিছু ব্যবস্থা গ্রহণ করেছে। ওড়িশা সরকার মোট সাড়ে সাত লক্ষ মানুষকে সরিয়ে নেওয়ার জন্য শেল্টার তৈরি রেখেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.