আমফানে লন্ডভন্ড ২৩০ বছরের প্রাচীন বোটানিক্যাল গার্ডেন! নষ্ট বহু দুষ্প্রাপ্য গাছ

ঝড়ে বিদ্ধস্ত বোটানিক্যাল গার্ডেনকে কী ভাবে আগের অবস্থায় ফেরানো যায়, তার পরিকল্পনায় শুক্রবার বৈঠক করেন উদ্যানের বিশেষজ্ঞরা।

Edited By: সুদীপ দে | Updated By: May 23, 2020, 01:36 PM IST
আমফানে লন্ডভন্ড ২৩০ বছরের প্রাচীন বোটানিক্যাল গার্ডেন! নষ্ট বহু দুষ্প্রাপ্য গাছ

নিজস্ব প্রতিবেদন: আমফানে লন্ডভন্ড গোটা রাজ্য। সুপার সাইক্লোনের ধংসলীলায় তছনছ হয়ে গিয়েছে ২৩০ বছরের প্রাচীন হাওড়া শিবপুরের বোটানিক্যাল গার্ডেন।
জানা গিয়েছে, আমফানের তাণ্ডবে বোটানিক্যাল গার্ডেনের অন্যতম আকর্ষণ সুবিশাল বটবৃক্ষও মাটি থেকে উপড়ে গিয়েছে।

শুধু ওই বটগাছটাই নয়, সুপার সাইক্লোনের দাপটে নষ্ট হয়ে গিয়েছে বহু দুষ্প্রাপ্য গাছ! জানা গিয়েছে, মেহগনি গাছের এভিনিউ-সহ দেশি বিদেশি অসংখ্য দুষ্প্রাপ্য গাছ নষ্ট হয়ে গিয়েছে, মাটি থেকে উপড়ে পড়েছে।

ঝড়ে বিদ্ধস্ত বোটানিক্যাল গার্ডেনকে কী ভাবে আগের অবস্থায় ফেরানো যায়, তার পরিকল্পনায় শুক্রবার বৈঠক করেন উদ্যানের বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, কম ক্ষতিগ্রস্ত গাছগুলিকে বাঁচানোর চেষ্টা করা হবে। পাশাপাশি যে গাছগুলিকে বাঁচানো সম্ভব নয়, সেগুলিকে উদ্যান থেকে সরিয়ে ফেলে সেখানে ওই একই প্রজাতির নতুন গাছ লাগানোর কথা ভাবা হচ্ছে।

বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষের মতে, মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই অনুমান করা সম্ভব নয়। উদ্যানকে যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফেরানোর পরিকল্পনা শুরু করেছেন বোটানিক্যাল গার্ডেনের বিশেষজ্ঞরা।

.