Cooch Behar: রাজবাড়িতে রাজকীয় অনুষ্ঠান! সাংস্কৃতিক উন্নয়নে নয়া উদ্যোগ কেন্দ্রের...
কোচবিহার রাজবাড়িতে ২ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। নাম, 'অমৃতকাল কালচারাল কনক্লেভ'। আয়োজক, পূর্বাঞ্চল সাংস্কৃতিক সংস্থা বা ইজেডসিসি। সঙ্গে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও।
কমলাক্ষ ভট্টাচার্য: দেশের সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে তৎপর কেন্দ্র। ২০৩০ সালের মধ্য়ে ভারতকে বিশ্বের অন্যতম 'কালচারাল হাব' হিসবে গড়ে তোলার পরিকল্পনা করেছে সংস্কৃতি মন্ত্রক। কীভাবে? বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল কোচবিহার রাজবাড়িতে।
আরও পড়ুন: Sayani Das: বরফশীতল কুক চ্যানেলে নামতে চলেছেন 'সপ্তসিন্ধু'র স্বপ্ন দেখা কালনার সায়নী...
সেই রাজত্ব আর নেই, নেই রাজাও। তবে একসময়ে যে ছিল, তারই সাক্ষ্য বহন করছে রাজবাড়ি। উত্তরবঙ্গে এখন অন্য়তম দর্শনীয় স্থান কোচবিহার রাজাবাড়ি। বছরভর এই রাজবাড়িতে পর্যটকদের ভিড় লেগেই থাকে।
একদা যেখানে থাকতেন কুচ রাজারা, সেখানে অনুষ্ঠিত হল এক রাজকীয় এক অনুষ্ঠান। নাম, 'অমৃতকাল কালচারাল কনক্লেভ'। আয়োজক, পূর্বাঞ্চল সাংস্কৃতিক সংস্থা বা ইজেডসিসি। সঙ্গে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও। ২ দিন ব্যাপী এই অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্থানীয় সাংসদ নিশীথ প্রামাণিকও। রাজবাড়ি তরফে জানানো হয়েছে, আগামীদিনেও স্থানীয় ও বাইরের শিল্পী নিয়ে এমন অনুষ্ঠান করা হবে।
কোচবিহার রাজবাড়িতে ২ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। নাম, 'অমৃতকাল কালচারাল কনক্লেভ'। আয়োজক, পূর্বাঞ্চল সাংস্কৃতিক সংস্থা বা ইজেডসিসি। সঙ্গে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)