চরম রক্ত সঙ্কটে বসিরহাট জেলা হাসপাতাল

Updated By: Jul 14, 2017, 10:44 PM IST
চরম রক্ত সঙ্কটে বসিরহাট জেলা হাসপাতাল

ওয়েব ডেস্ক : চরম রক্ত সঙ্কট বসিরহাট জেলা হাসপাতালে। রক্তের অভাবে হাহাকার পড়ে গেছে রোগীর আত্মীয়দের মধ্যে। দিন সাতের অশান্তিতে কোনও রক্ত শিবিরের আয়োজন করা সম্ভব হয়নি বসিরহাটে। এখন ভুগতে হচ্ছে। রক্তের ব্যবস্থা করতে অবিলম্বে রক্তদান শিবিরের আয়োজন করার আহ্বান জানিয়েছেন বাসিরহাট হাসপাতালের সুপার।

গত কয়েকদিনের হিংসায় অনেক রক্ত ঝড়েছে বাদুরিয়া, বসিরহাটে। সেই হিংসার ঝড়া রক্ত এখন যেন বদলা নিচ্ছে। বসিরহাট হাসপাতালে রক্তের চরম সঙ্কট। দিন কয়েক অশান্ত ছিল বসিরহাট। রক্তদানের কোনও শিবির  হয়নি। কেউ রক্ত দান করেননি। অঞ্চলটা যেন বিজ্ঞান ভুলে খুঁজেছিল রক্তের  জাতপাত।  এ, এ পজেটিভি,  বি, এবি এসব ভুলে রব উঠেছিল হানাহানির।  হানাহানিতে একটাও ক্যম্প হয়নি এই কদিন।

এখন ভুগতে হচ্ছে। হাসপাতালে রক্তের জন্য কাকুতিমিনতি করছেন রোগীর আত্মীয়রা ।  বেগতিক দেখে হাসপাতাল সুপার পোস্টারে ,মাইকে আবেদন করছেন, অবিলম্বে  রক্তদান শিবির  হোক বসিরাহটে।

আরও পড়ুন- রীতিমতো ফিল্মি কায়দায় ৭ দুর্ধর্ষ ডাকাতকে জালে তুলল কাঁথি থানার পুলিস

.