Mohammed Salim: 'পুলিসকে না রেখে কয়েকটা কুকুর পুষলে তো ভালো হত'
বিতর্কে সিপিএমের রাজ্য সম্পাদক।
নিজস্ব প্রতিবেদন: 'পুলিসকে কেন মাইনে নিয়ে রাখা হয়েছে'? প্রশ্ন তুললেন সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম। বললেন, 'পুলিসকে না রেখে কয়েকটা কুকুর পুষলে তো ভালো হত। পুলিসের কুকুর থাকে না ট্রেনিং দেওয়া। শুঁকে শুঁকে বলে দিতে পারবে, কোন দিকে অপরাধী গিয়েছে'।
কেন হঠাৎ পুলিসকে নিশানা করলেন? ৩০ মার্চের ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে কোম্পানি পুকুরে থেকে উদ্ধার হয় সিপিএম কর্মী বিদ্যুৎ মণ্ডলের দেহ। কীভাবে মৃত্যু? তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। দেখতে দেখতে একমাসেরও বেশি সময় পেরিয়ে গেল। দোষীরা কিন্তু এখনও অধরা।
আরও পড়ুন: Khejuri: খুন নাকি আত্মহত্যা? খেজুরিতে এবার বিজেপি কর্মীর রহস্যমৃত্যু
দলের যুবনেতা বিদ্যুৎ মণ্ডলকে 'খুনি'দের সাজা হবে কবে? এদিন জুলপিয়া কয়লা মোড়ে সভা করল সিপিএম। সভায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী, জেলা সম্পাদক শমীক লাহিড়ী-সহ অন্যান্য নেতারা। মঞ্চে ছেলে কোলে নিয়ে বসেছিলেন নিহতের মা-ও। স্রেফ পুলিসের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা নয়, মঞ্চে দাঁড়িয়ে সিপিএমের রাজ্য সম্পাদককে বললেন, 'তাহলে তো আমাদের দাবি করতে হবে, কয়েকটি এসপিকে ছেড়ে দিয়ে কয়েকটি বিদেশি কুকুর এনে ট্রেনিং দিয়ে রেখে দিলে এই খুনের কিনারা হয়ে যাবে'।
কী প্রতিক্রিয়া পুলিস মহলে? রাজ্যের অবসরপ্রাপ্ত IPS নজরুল ইসলামের মতে, 'পুলিসের সব লোক অসৎ হয়ে যায়নি। তিনি যে চতুষ্পদ প্রাণীর নাম করলেন, সেরকম হয়ে যায়নি। ব্যতিক্রমী পুলিস অফিসারও আছেন'। রাজনৈতিক নেতাদের পরামর্শ, 'কোনও পেশার লোকেদের সম্পর্কে ভেবেচিন্তে মন্তব্য করলে ভালো হয়'। 'পুলিস সম্পর্কে খুব খারাপ কথা বলা হল', প্রতিক্রিয়া রাজ্য পুলিসের প্রাক্তন ডিজি ভূপিন্দর সিংয়ের।