''গেলে তাড়াতাড়ি যাও। শেষ দিন পর্যন্ত ভোগ করে যেও না'', শুভেন্দু ইস্যুতে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

''মমতা বন্দ্যোপাধ্যায়ের গাছের তলা ছেড়ে যে যেখানে যাবে যাক।''

Updated By: Dec 6, 2020, 01:32 PM IST
''গেলে তাড়াতাড়ি যাও। শেষ দিন পর্যন্ত ভোগ করে যেও না'', শুভেন্দু ইস্যুতে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন- ''যে যেমন খুশি সুরে গাইবে। বেসুরো গাইতে চাইলে গাইবে! তাতে আমাদের কী এসে গেল? আমাদের সুর একটাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে যে গান গাইবে সে ঠিক আছে। নাহলে কী আছে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাছের তলা ছেড়ে যে যেখানে যাবে যাক। বেসুরে,  অসুর জানি না কিছুই। জানি শুধু একটি সুর। তা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর।'' বাঁকুড়ার বড়জোড়া বিজয় ময়দানে কৃষি বিল বিরোধী সভায় যোগ দিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় ও অতিন ঘোষের বেসুরো বক্তব্য নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের স্টিয়ারিং কমিটির সদস্য তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন-  চালুনি আবার ছুঁচোর বিচার করে : অরূপ (Arup), গ্যাস খাবেন না বলেই মনে করি : ফিরহাদ (Firhad)

শুভেন্দু অধিকারী আজ মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করতে পারেন, এমন সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ''আমি বিষয়টি নিয়ে লেস ইন্টারেস্টেড। যে  চলে গেছে তার জন্য চিন্তা করে কী লাভ?'' শুভেন্দু অধিকারী কি তবে চলে গেছেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ''প্রাথমিক ভাবে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেছেন বলে শুনেছি। যে যাবে সে যাবে। যে থাকবে সে থাকবে। কোনও অসুবিধা নেই। আমার বক্তব্য, যারা যাওয়ার তারা তাড়াতাড়ি চলে যাক।  শেষদিন পর্যন্ত ভোগ করে যেও না। যারা যাবার চলে যাও। ভোগ করে যেও না। সোজা কথা।''

.