Anubrata in CBI Court: জামিনের আবেদন খারিজ, ১৪ দিনের জেল হেফাজত অনুব্রতর

এর আগে ২ বার অনুব্রত শারীরিক অবস্থার কথা বলে জামিনের আবেদন করা হয়। কিন্তু সেই আবেদন নাকচ করে দেয় আদালত

Updated By: Aug 24, 2022, 03:21 PM IST
Anubrata in CBI Court: জামিনের আবেদন খারিজ, ১৪ দিনের জেল হেফাজত অনুব্রতর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসানসোলের বিশেষ সিবিআই আদালতে মিলল না স্বস্তি। অনুব্রত মণ্ডলকে আগামী ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। পরবর্তী শুনানি ৭ সেপ্টেম্বর।  এর আগেও ২ বার তার জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। অনুব্রতকে প্রভাবশালী বলেই মনে করছে সিবিআই। মূলত সেই যুক্তিতেই আজ বাতিল হয়ে গেল তৃণমূল নেতার জামিনের আবেদন। অনুব্রতর স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁর বর্তামানে যে চিকিত্সা চলছে তা যেন বজায় থাকে তা নিশ্চিত করতে বলল আদালত। ফলে তিনি এখন আসানসোলের কোনও জেলে থাকবেন নাকি কোনও হাসপাতালে তাঁকে পাঠানো হবে তা এখনও ঠিক হয়নি।

গোরুপাচার মামলায় ১৪ দিনের হেফাজত শেষে আজ ফের আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। স্বভাবতই অনুব্রতর জামিন চেয়ে আবেদন করলেন তাঁর আইনজীবী। তিনি বলেন, অনুব্রতর যে সম্পত্তি রয়েছে তা সবই সরকারের ঘরে নথিভূক্ত। এর জন্য ট্যাক্সও তিনি দিয়েছেন। ওইসব সম্পত্তির খোঁজ খবর করতে সিবিআই তদন্তের প্রয়োজন নেই। তার জন্য অন্য দফতর রয়েছে। অনুব্রতর বিরুদ্ধে এভাবে হেনস্থা করা হচ্ছে একেবারে রাজনৈতিক কারণে।

এদিকে, অনুব্রত মণ্ডল একজন প্রভাবশালী মানুষ এই যুক্তি দেখিয়ে জামিনের বিরোধিতা করে সিবিআই। পাল্টা এনিয়ে অনুব্রতর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় সওয়াল করেন, রাজ্যে ক্ষমতায় নেই কেন্দ্রের ক্ষমতাসীন দল। তাই এসব করা হচ্ছে। গোরু পাচারের সঙ্গে সরাসরি অনুব্রতর কোনও যোগসাজসের প্রমাণ পাওয়া য়ায়নি। বিদেশে গোরু পাচার হলে তার জন্য বিএসএফ রয়েছে। আদালতে জানানোর আগে সিবিআই মিডিয়াকে সবকিছু জানিয়ে দিচ্ছে। সিবিআইয়ের ভূমিকা স্পষ্ট। গোরু দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ায় কোনও বাধা নেই। ভারত থেকে বাংলাদেশে গেলে তা বেআইনি। গোরুপাচারে জড়িত নন অনুব্রত। এফআইআর-এ তার নাম নেই। আজ বলা হয়ে দেশের রাজ্যগুলির মধ্যে গোরু চলাচল ও পরিবহনে কোনও বাধা নেই। তাহলে এনিয়ে অনুব্রত কীভাবে দায়ী হতে পারেন।

আরও পড়ুন- কোহলিকে বোলাররা আর ভয় পায় না! বিতর্কিত মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ওপেনার 

অন্যদিকে, সিবিআই সূত্রে খবর কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে যে কেস ডাইরি জমা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে অনুব্রতর যে বিশাল সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে তার সঙ্গে গোরুপাচারের সম্পর্ক রয়েছে। সায়গল হোসেনের সঙ্গে অনুব্রতর যে সম্পর্ক তাতে গোরু পাচারের সঙ্গে অনুব্রতর ভালোরকম সম্পর্ক রয়েছে। এনিয়ে একাধিক ব্যক্তির সাক্ষ্য নেওয়া হয়েছে। এদিন সিবিআই আইনজীবী বলেন, অনুব্রতর যে সম্পত্তির হদিস পাওয়া যাচ্ছে সেই সম্পত্তি কোথা থেকে এসেছে।

এখনওপর্য়ন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলে রাখা হতে পারে। কারণ অনুব্রতর বিরুদ্ধে সিবিআই যে এফআইআর করেছিল তা ছিল বোলপুর-আসানসোল সাবডিভিশন। সিবিআই আদালতে আজ একটি আর্জি পেশ করেছে। সেটি হল তারা জেলে গিয়ে অনুব্রতকে জেরা করতে চায়। এনিয়ে এখনও কোনও উত্তর আদালতের তরফে আসেনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.