রাজ্যে একদিনে আক্রান্ত সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ, উদ্বেগ বাড়িয়ে হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ

 গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৬২ জন। 

Updated By: Oct 10, 2020, 09:11 PM IST
রাজ্যে একদিনে আক্রান্ত সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ, উদ্বেগ বাড়িয়ে হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ

নিজস্ব প্রতিবেদন : পুজো যত এগিয়ে আসছে, রাজ্যে করোনার সংক্রমণ ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে। রাজ্যে ফের একদিনে করোনায় আক্রান্ত সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ। 

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৯১ জন। এরফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯১ হাজার ১৯৪ জন। সরকারি বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সব জেলাতেই বেড়েছে সংক্রমণ। তবে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। সেখানে গত একদিনে নতুন করে আরও ৭৮৩ জন মানুষ করোনায় সংক্রামিত হয়েছেন। অন্যদিকে তারপরই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫৬ জন।

আক্রান্তের পাশাপাশি বেড়েছে রাজ্যে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৬২ জন। ফলে মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৩ জন। রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৭৯৩ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে ৪৯৭ জন। তবে ডিসচার্জ রেট কার্যত অপরিবর্তিত রয়েছে, ৮৭.৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৩২ জন। ফলে এখনও পর্যন্ত সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মোট মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৮৩৮ জন।

আরও পড়ুন, বিশ্ববাংলা শারদ সম্মান ২০২০-তে এবছর নয়া সংযোজন 'সেরা কোভিড সচেতন পুজো'

.